গৃহবধূর পেটে ১০ কেজি ওজনের টিউমার
বান্দরবানের লামা পৌর এলাকার রাজবাড়ী গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের স্ত্রী ছেনুয়ারা বেগম (৪৫) ১১ বছর ধরে টিউমার পেটে বহন করে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে চকরিয়া পৌরশহরের মা-শিশু জেনারেল হাসপাতালে শুক্রবার বিকেলে তার সফল অপারেশন হয়।
এ সময় গৃহবধূ ছেনুয়ারার পেট থেকে প্রায় ১০ কেজি ওজনের একটি টিউমারটি বের করেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলেছেন, ওই নারীর ডিম্বাশয়ের ভেতর আস্তে আস্তে বড় হওয়া টিউমারটির নাম ‘ওভারিয়ান টিউমার’।
অপারেশনে অংশ নেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. আসিফা আলী শিউলি ও মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. এবিএম কায়সার। এনেসথেসিয়ায় ছিলেন ডা. শোভন দত্ত ও সহকারী সার্জন ডা. নূর নাহার শাপলা।
ডা. এবিএম কায়সার বলেন- সাধারনত ইনফ্যাকশন, জ্যানিটিক্যাল ও পরিবেশগত কারণে মানুষের শরীরে টিউমার সৃষ্টি হতে পারে। তিনি জানান, সফল অপারেশনের পর ছেনুয়ারা বেগম এখন সুস্থ রয়েছেন। শুক্রবার বিকাল তিনটার দিকে ওই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে অপারেশনের মাধ্যমে পেট থেকে টিউমারটি অপসারণ করা হয়।
অপারেশন বোর্ডের প্রধান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. আসিফা আলী শিউলি বলেন, রোগীর অবস্থা বেশ ভাল। তারপরও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করি, কয়েকদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন রোগী ছেনুয়ারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত
বান্দরবানের রুমায় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে তিনজন কেএনএফের সদস্য নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যবিস্তারিত পড়ুন
রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, ৬ নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী একটি ট্রাক খাদে অন্তত ছয়জনবিস্তারিত পড়ুন