গেইলের দলে খেলবেন মুস্তাফিজ
আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এক বছরও হয়নি। কিন্তু পুরো ক্রিকেট বিশ্বের আলো নিজের কাছে টেনে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া মুস্তাফিজুর রহমান এবার ডাক পেয়েছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ।
পিএসএল’ এ মুস্তাফিজুর রহমান খেলবেন লাহোর কোয়াল্যান্ডার্সে। সোমবার পিএসএল’র খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় মুস্তাফিজুর রহমানকে বেছে নেয় লাহোর। ‘গোল্ড’ ক্যাটাগরির ক্রিকেটার মুস্তাফিজকে নিজেদের প্রথম ডাকে দলে নেয় লাহোর। প্রথমে খেলোয়াড় নেওয়ার সুযোগ পেয়ে করাচি কিংস মোহাম্মদ আমিরকে দলে নেয়। এরপরই মুস্তাফিজকে দলে নেয় লাহোর।
মুস্তাফিজ এই দলটিতে সঙ্গী হিসেবে পাচ্ছেন বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে। সাথে ডোয়াইন ব্রাভো, উমর আকমল ও কেভিন কুপারও আছেন। গোল্ড ক্যাটাগরিতে ৫০ হাজার ডলার পারিশ্রমিক পাবেন মুস্তাফিজুর রহমান। মাত্র নয় ওয়ানডে খেলা মুস্তাফিজের বাজারদর এখন আকাশচুম্বি। প্রাপ্তির খাতায় এ সময়ে যোগ করেছেন ২৬ উইকেট। সঙ্গে কত কিছুই তো পাচ্ছেন।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন। সদ্য সমাপ্ত বিপিএল’এ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা মুস্তাফিজ ড্রেসিং রুমে সতীর্থ হিসেবে পেয়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে। এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিস গেইলকে। বিপিএলে কোয়ালিফাইয়ার ম্যাচে মুস্তাফিজুর ‘কাটারে’ আউট হয়েছিলেন বরিশাল বুলসের হয়ে খেলতে আসা গেইল। এবার নেটে অনুশীলনের সময় হয়ত মুস্তাফিজের বল ঠিকমত বুঝে নিতে পারবেন ক্রিস গেইল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন