গেইলের মেয়ের নাম ‘ব্লাশ’

বাবা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। এটাই তার প্রথম সন্তান। মঙ্গলবার বান্ধবী নাতাশা বেরিজ কোলে এসেছে গেইলের ফুটফুটে এক কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছে ‘ব্লাশ’। সন্তান হওয়ার খবরে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সাময়িক ছুটি নিয়ে সেদিনই ছুটে গিয়েছিলেন দেশে। আর সন্তানের সুস্থতা নিয়ে পৃথিবীতে আসা নিশ্চিত করে ২৫ এপ্রিল আইপিএলে ফিরে আসবেন এই কিংবদন্তি। যেখানে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছিলেন।
গেইল সব সময়ই চমক দিতে পছন্দ করেন। এবারও কিন্তু তিনি সেই সুযোগ হাতছাড়া করলেন না। তার সন্তান জন্ম নেওয়ার পর তিনি বিভ্রান্তমূলক তথ্য প্রদান করেন। তার আইপিএল সতীর্থ সরফরাজ খানকে জানান তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। পরে সরফরাজ ভারতীয় মিডিয়ার সামনে এই তথ্যটি প্রকাশ করেন। যেখানে তার কিনা একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আর সদ্যজাত কন্যার নামকরণও করে ফেলেছেন তিনি। গেইল তার মেয়ের নাম রেখেছেন ‘ব্লাশ’। তিনি নিজের টুইটারে একটি পোস্ট করেন, ‘দুই ঘণ্টা আগে আমাদের সুন্দর কন্যাসন্তান পৃথিবীর আলো দেখেছে। আমরা তাকে স্বাগত জানাই। ধন্যবাদ ঈশ্বর। আমাদেরকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য।’
প্রথমবারের মতো বাবা হয়ে ভীষণ খুশি কিংবদন্তি ব্যাটসম্যান গেইল। গত মঙ্গলবার তিনি ভক্তদের চমকে দিয়ে নিজ দেশে ফিরে যান। ফলে তিনি আইপিএলের চলমান আসরে মুম্বাই ইন্ডিয়ানস ও রাইজিং পুনের সুপারজায়ান্টসের বিপক্ষে ম্যাচে থাকতে পারছেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন