গেইল-স্যামিরা ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলবেন কিনা অনিশ্চিত!

শুধু স্রেফ টাকার জন্যই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে হারিয়ে যাচ্ছে অনেক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে একজন ক্যারিবীয় ব্যাটিং অলরাউন্ডার ডোয়াইন স্মিথ।
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের চলমান অচলাবস্থা এবং আর্থিক সুবিধার অভাব থাকায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। তবে বিভিন্ন দেশে ফ্র্যঞ্চাইজিভিত্তিক ক্রিকেট সিরিজ যেমন আইপিএল, সিপিএল, বিপিএল, পিএসএল ও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলে যাবেন তিনি।
স্মিথ বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন। বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার আগেই স্মিথ তার এই সিদ্ধান্ত প্রকাশ করেন।
কেবল স্মিথই নন, ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ তারকা ক্রিকেটাররা এখন জাতীয় দলের হয়ে খেলেন না। স্যামি-গেইলরা তবু টি-টোয়েন্টিতে খেলেন। কিন্তু আগামীতে খেলবেন কিনা সেটা অনিশ্চিত। বোর্ডের সঙ্গে তাদের সম্পর্ক মোটেও ভালো নয়।
একজন ক্রিকেটারের ক্যারিয়ারের পতনের পর সে বেকার হয়ে যায়। তখন তার দরকার হয় আর্থিক নিরাপত্তার। কোনো ক্রিকেট বোর্ডই একজন অবসরপ্রাপ্ত ক্রিকেটারকে ‘পেনশন’ দেয়না।
তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলো খেললে প্রচুর অর্থ পাওয়া যায়। এই বিষয়টিই ক্যারিবিয়ান ক্রিকেটারসহ ক্রিকেট বিশ্বের সব দেশের ক্রিকেটারকে জাতীয় দলের হয়ে খেলতে নিরুৎসাহিত করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন