গেম রিকোয়েস্ট নোটিফিকেশন বন্ধ করবে ফেসবুক? (ভিডিও সহ)
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন ফিচারের একটি হলো এর সঙ্গে যুক্ত থাকা অসংখ্য গেম। কিন্তু বিভিন্ন ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া গেম রিকোয়েস্ট নোটিফিকেশন অনেকের কাছে খুব বিরক্তির বিষয়। ব্যবহারকারীদের এই বিরক্তি দূর করার ব্যাপারে মনোযোগ দিচ্ছে ফেসবুক। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে এই খবর।
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গতকাল বুধবার দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) বক্তব্য প্রদান করেন। সঙ্গে সেখানকার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আর এই অনুষ্ঠান সরাসরি দেখানো হয় ফেসবুকে জাকারবার্গের অ্যাকাউন্ট থেকে। এই লাইভ থ্রেডে একজন মার্কের কাছে জানতে চান, “আমি ফেসবুকে আর কারো কাছ থেকে ‘ক্যান্ডি ক্রাশ’-এর রিকোয়েস্ট পেতে চাই না! কী করে এটা বন্ধ করতে পারি?”
খুব দ্রুত এই মন্তব্যে সাড়ে সাত হাজারের বেশি লাইক পড়ে। এই প্রশ্নটি পরে জাকারবার্গকে পড়ে শোনানো হয়। এ ধরনের বিরক্তি যে সবার মাঝেই আছে, তা বোঝা যায় প্রশ্নটি পড়ার পর দর্শকের মাঝে হর্ষধ্বনির মধ্য দিয়ে। জাকারবার্গ বলেন, ‘ঠিক এখানেই আমার এই প্রশ্নোত্তর পর্বগুলো বেশ সার্থক। আমি এখানে সরাসরি প্রশ্নগুলো দেখতে পাচ্ছি।’
প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাকারবার্গ স্বীকার করেন, যাঁরা ফেসবুকে গেম খেলেন না, তাঁদের জন্য খুবই বিরক্তির কারণ হতে পারে ক্যান্ডি ক্রাশের মতো গেমের রিকোয়েস্ট। তিনি এ সমস্যা সমাধানের উপায় বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জাকারবার্গ বলেন, ‘আমরা এখনই এই সেবা বন্ধ করে দেওয়ার দিকে প্রাধান্য দিচ্ছি না, কারণ আরো কিছু বিষয়ের দিকে আমরা বেশি নজর দিচ্ছি। তবে সবার জন্য যদি এটি প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়, তবে আমরা এই বিষয়টিকেই অগ্রাধিকার দেব এবং সে লক্ষ্যে কাজ করব।’
তবে ফেসবুকের প্রধান নির্বাহী শুধু এ কথা বলেই চুপ করে গেছেন। কীভাবে ফেসবুক গেম রিকোয়েস্ট বন্ধ করবেন, সে ব্যাপারে কোনো আভাস দেননি তিনি। তবে সত্যি যদি ফেসবুক তার ব্যবহারকারীদের সমস্যাকে গুরুত্ব দেয়, তবে সবার জন্য বেশ ভালো খবরই আনতে যাচ্ছে তারা!
https://youtu.be/zj3ABWQxxqI
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন