গেম রিটার্নস : নিরব-লাবণ্য লি’র রোমান্স প্রকাশ্যে (ভিডিও)

গেম রিটার্নস ছবিতে অভিনেতা নিরবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন নবাগতা লাবণ্য লি। বেশকিছুদিন ধরেই ছবিটি আলোচনায় রয়েছে। কেননা ছবিতে নিরবের বিপরীতে লাবণ্য লি ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা। এর আগে তমা মির্জার সাথে লাবণ্য নিরবের একটি গান প্রকাশ পেলেও লাবণ্য লি’র সাথে অন স্ক্রিন রোমান্স প্রকাশিত হয়নি। সোমবার ভক্তরা লাবণ্য লি’র সাথে নিরবের রোমান্স দেখলেন।
সোমবার সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রকাশ হয়েছে নিরব-লাবণ্যের গেম রিটার্নসের একটি গান। এই গানে দেখা গেল নিরবের সাথে লাবণ্যের নাচ-গান, রোমান্স। ‘ভালোবাসা গেছে বেড়ে’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও উপমা। কথা লিখেছেন মাহতাব হোসেন।
নিরব বলেন, এই গানের মধ্য দিয়ে লাবণ্যের সাথে আমার রসায়ন ভক্তরা প্রথমবারের মতো দেখতে পেলেন। ভালো লাগছে গানের সাড়া বেশ ভালো। ছবিতে কয়েকটি গান রয়েছে, যার মধ্যে ভালোবাসা গেছে বেড়ে গানটি ছবির গল্পের সঙ্গে ভিন্নমাত্রা যোগ করবে। আশা করছি সবাই গানটি উপভোগ করবেন।
লাবণ্য বলেন, নিরবের সঙ্গে এই ছবির মাধ্যমে প্রথমবার কাজ করলাম। আশা করছি দর্শকরা আমাদের গ্রহণ করবেন। আর ছবিটি মুক্তি পেলে সবাই হলে গিয়ে দেখবেন।
গানের শুটিং করা হয়েছে ঢাকায় ঐতিহ্যবাহী লালবাগ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ছাড়াও আরও কয়েকটি লোকেশনে। ২০১৫ সালের ২ জানুয়ারি রয়েল খান পরিচালিত গেম ছবি মুক্তি পায়। সাফল্যের ধারাবাহিকতায় এবার একই নির্মাতা নির্মাতা করছেন গেম রিটার্নস।
নির্মাতা রয়েল খান জানান, গেল ৯ ফেব্রুয়ারি গেম রিটার্নস আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে। আগামী দুই ঈদের মাঝে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। নিরব-লাবণ্য লি ছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন তমা মির্জা, মিশা সওদাগর প্রমুখ।
এখানে ক্লিক করে গানটি দেখা যাবে..
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন