গোখরো সাপের আতঙ্কে কাঁপছে বাংলাদেশ!
গোখরো আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সর্বত্র৷ প্রায়ই বসত বাড়ি থেকে বেরিয়ে আসছে গোখরো সাপের দল৷ গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানের বসতবাড়ি থেকে গোখরো সাপ মারার খবর এসেছে৷ এর মধ্যে সর্বাধিক গোখরো সাপ মিলেছে রাজশাহীতে৷ সেখানেও প্রবল আতঙ্ক৷
পাশাপাশি, ঢাকা বিভাগের টাঙ্গাইলে তিনটি বাড়ি থেকে ৯৯টি গোখরো মিলেছে৷ স্থানীয় কালিহাতী উপজেলার দুটি বাড়িতে মিলেছে ৭৩টি বিষধর৷ আরও একটি বাড়িতে মিলেছে ২৬টি৷ এলাকায় ছড়িয়েছে ভয়৷ এছাড়া মানিকগঞ্জের সাটুরিয়ায় গোখরা সাপের আতঙ্ক ছড়িয়েছে৷ সোমবার সিংগাইর উপজেলায় ২০টি ও মঙ্গলবার দুপরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের এক বাড়ি থেকে ১৯টি গোখরা সাপ মারা হয়। দু দিনের ব্যবধানে মোট ৩৯টি গোখরা সাপ মারা হয়েছে৷
অন্যদিকে রাজশাহীর নলডাঙ্গা উপজেলায় মাধনগরে একটি বাড়ির শয়নকক্ষে ৩৫টি গোখরা সাপের বাচ্চা ও ১৫টি ডিম পাওয়া গেছে। মঙ্গলবার রাতেই ময়মনসিংহের দুর্গাপুর উপজেলার আরও একটি বাড়ির বারান্দার গর্তে আরও ১০টি গোখরো সাপ পাওয়া যায়।
গত ৫ জুলাই রাজশাহী নগরীর বুধপাড়া মহল্লার একটি বাড়ির শয়নকক্ষে মিলেছিল ২৭টি গোখরো সাপ। পরের দিন জেলার তানোর পৌরসভার ভদ্রখণ্ড মহল্লার কৃষক আক্কাস আলির রান্নাঘরে পাওয়া যায় ১২৫টি গোখরো সাপ ও ১৩টি ডিম।এ ছাড়া ৫ ও ৬ জুলাই সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় দুজনের বাড়িতে ৭৬টি গোখরো সাপ ও ৫০টি সাপের ডিম পাওয়া যায়। গত সোমবার ময়মনসিংহের দুর্গাপুর উপজেলার দুই বাড়িতে পাওয়া যায় আরও ৩১টি গোখরো সাপের বাচ্চা ও ৯০টি ডিম।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন