গোড়ালির অস্ত্রোপচারের জন্য কাতারে নেইমার

গোড়ালির চোটের অপারেশনের জন্য দোহায় পৌঁছেছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার।
শুক্রবার (১০ মার্চ) তিনি দোহায় পৌঁছান।
গোড়ালির লিগামেন্ট চোটের কারণে এ মৌসুমে আর কোনো ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান। খুব দ্রুতই তার অস্ত্রোপচার করা হবে।
ফরাসি জায়ান্টদের হয়ে এ মৌসুমে নেইমার ১৩ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন। গত মাসে লিলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের অস্ত্রোপচার করানো হবে কাতারের রাজধানী দোহায়। কমপক্ষে তিন মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।
বিবৃতিতে পিএসজি বলেছে, নেইমার জুনিয়র সাম্প্রতিক বছরগুলোতে ডান পায়ের গোড়ালিতে বেশ কয়েকবার চোট পান। ২০ ফেব্রুয়ারি সর্বশেষ চোট পাওয়ার পর চিকিৎসাকর্মীরা বড় ঝুঁকি এড়াতে লিগামেন্টে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন। তার মাঠে ফিরে আসতে তিন থেকে চার মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
গুরুতর ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও মনোবল শক্তই রাখছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন