গোপনে বিয়ে করলেন তিন্নি!
আলোচিত মডেল ও অভিনেত্রী তিন্নি আবার বিয়ে করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, পাত্রের নাম আদনান হুদা সাদ। কিছুদিন আগে সাদের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন তিন্নি। একই সঙ্গে সাদের প্রোফাইলেও দু’জনের ঘনিষ্ঠ ছবি লক্ষ করা গেছে।
তখন অনেকে মনে করেছিলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। আবার কেউ কেউ বলেছিলেন, নতুন জীবন শুরু করেছেন তারা। এবার নতুন একটি ছবিতে বধূ বেশে তিন্নিকে আবিষ্কার করা গেলো। অনুমান করা হচ্ছে, ছবিটি আকদ অনুষ্ঠানের।
একটি সূত্র বলছে, দিন কয়েক আগে তিন্নি পারিবারিকভাবে আকদ অনুষ্ঠান সেরেছেন। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক সেখানে উপস্থিত এক ব্যক্তির কাছ থেকে আকদ অনুষ্ঠানের ছবিটি পাওয়া গেছে।
এদিকে আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ে সম্পন্ন করতে যাচ্ছেন তারা। এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তিন্নির ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর নিভৃতবাসে যান ‘সুন্দরীতমা’খ্যাত এই অভিনেত্রী। এ সময়টাতে মা ও মেয়ে ওয়ারিসার সঙ্গেই ছিলেন তিন্নি। দীর্ঘদিন পর গত মাসে মায়ের প্রযোজনায় একটি নাটকে অভিনয়ও করেন তিন্নি।
এখন দেখার পালা, এক আদনানের ঘর ছেড়ে অন্য আদনানের ঘরে কেমন কাটে তার!
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













