‘গোপন কথা ফাঁস করলেন রাধিকা’

টিসকা চোপড়া, সুরভিন চাওলার পর এবার রাধিকা আপ্তে। তিনিও স্বীকার করলেন তাঁকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন রাধিকা।
বলেছেন, “কাস্টিং কাউচের কথা সবাই জানে। আমিও জানি। আমি এমন অনেককে চিনি যাদের কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত আমাকে এমন অবস্থায় পড়তে হয়নি।” শুরুতে একথাই বলেছিলেন রাধিকা। কিন্তু পরে তিনি মত বদলান।
বলেন, একবার দক্ষিণের এক অভিনেতা তাঁকে তাঁর রুমে ফোন করেন। ফ্লার্ট করার চেষ্টা করেন। কিন্তু রাধিকা সে সব আমল দেননি। উলটে তাঁর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। “যতদূর মনে পড়ে, পরে এনিয়ে আমরা ঝগড়াও করেছিলাম”, জানান রাধিকা।
আরও একটা ঘটনা ঘটে রাধিকার জীবনে। একবার একজন তাঁকে ফোন করে বলেন, রাধিকার জন্য বলিউডের একটি ছবি আছে। ছবির জন্য রাধিকা যেন তাঁদের সঙ্গে দেখা করেন। কিন্তু একটি শর্ত আছে। সেই ব্যক্তির সঙ্গে শুতে হবে। সব শুনে রাধিকা উত্তর দেন, “তুমি নিশ্চয়ই মজা করছ। আমি এসব একেবারেই করব না।”
এই শুক্রবার মুক্তি পাবে পার্চড। ছবিতে এর অশিক্ষিতা বন্ধ্যা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ছবির জন্য তিনি আন্তর্জাতিক সমালোচকদের থেকে প্রশংসাও পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন