‘গোপন কথা ফাঁস করলেন রাধিকা’

টিসকা চোপড়া, সুরভিন চাওলার পর এবার রাধিকা আপ্তে। তিনিও স্বীকার করলেন তাঁকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন রাধিকা।
বলেছেন, “কাস্টিং কাউচের কথা সবাই জানে। আমিও জানি। আমি এমন অনেককে চিনি যাদের কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত আমাকে এমন অবস্থায় পড়তে হয়নি।” শুরুতে একথাই বলেছিলেন রাধিকা। কিন্তু পরে তিনি মত বদলান।
বলেন, একবার দক্ষিণের এক অভিনেতা তাঁকে তাঁর রুমে ফোন করেন। ফ্লার্ট করার চেষ্টা করেন। কিন্তু রাধিকা সে সব আমল দেননি। উলটে তাঁর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। “যতদূর মনে পড়ে, পরে এনিয়ে আমরা ঝগড়াও করেছিলাম”, জানান রাধিকা।
আরও একটা ঘটনা ঘটে রাধিকার জীবনে। একবার একজন তাঁকে ফোন করে বলেন, রাধিকার জন্য বলিউডের একটি ছবি আছে। ছবির জন্য রাধিকা যেন তাঁদের সঙ্গে দেখা করেন। কিন্তু একটি শর্ত আছে। সেই ব্যক্তির সঙ্গে শুতে হবে। সব শুনে রাধিকা উত্তর দেন, “তুমি নিশ্চয়ই মজা করছ। আমি এসব একেবারেই করব না।”
এই শুক্রবার মুক্তি পাবে পার্চড। ছবিতে এর অশিক্ষিতা বন্ধ্যা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ছবির জন্য তিনি আন্তর্জাতিক সমালোচকদের থেকে প্রশংসাও পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন