গোবিন্দগঞ্জে শিশু পাচারকারি চক্রের মুলহোতা গ্রেফতার
সজল কুমার মহন্ত, গাইবান্ধা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জে শিশু পাচারকারি চক্রের মুলহোতা আব্দুর রশিদ (৪৫) গ্রেফতার হয়েছে। রবিবার রাত ১২.০০ দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বটতলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পৌর এলাকার বর্ধনকুঠি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, অপহৃত প্রতিবন্ধি শাহিদ ওরফে পচা (১১) পৌর এলাকার বর্ধণকুঠি গ্রামের সাবু মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ পৌর সভার সামনে বটতলী মোড় থেকে ২৭ এপ্রিল সন্ধ্যায় ৬ টার দিকে অপহরণ হয়। সংঘবদ্ধ পাচারকারিরা তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আব্দুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হবে। এ ছাড়াও প্রতিবন্ধি ভিকটিম উদ্ধারসহ অন্যান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন