গোবিন্দগঞ্জে সাঁওতাল-পুলিশ সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত সহ ৩৩৮ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকায় আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ- শ্রমিক ও দখলদারের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্যামল চন্দ্র নামে এক সাঁওতাল মারা গেছেন। সাঁওতালদের বেপরোয়াভাবে ছোড়া তীরের আঘাতে ৮ পুলিশ সদস্য আহত হয়। অপরদিকে পুলিশের ছোড়া গুলিতে সাঁওতাল ও উচ্ছেদ অভিযানে অংশ নেয়া মিল শ্রমিক কর্মচারীদের মধ্যে ২৫ জন আহত হয়। এঘটনায় রোববার রাতে ৩৮ জনের নাম উলে¬খ করে অজ্ঞাত আরো ৩শ’ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকায় বসবাসকারি সাঁওতালরা অভিযোগ করে বলেন, উচ্ছেদ অভিযান চলার পর স্থানীয় লোকজন তাদের অস্থায়ী ঘরগুলো টিন, বাঁশ এমনকি গরু-ছাগল লুটপাট করে নিয়ে গেছে। তবে সোমবার সকাল থেকেই লুটপাটসহ পরবর্তী সংঘর্ষ এড়াতে সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় লোকজন ওই এলাকা পাহারা দিচ্ছে। আদিবাসি পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন শ্যামল হেমব্রমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার বলেন, গত রোববার চিনিকলের সরকারী জমির দখলদারদের মধ্যে অধিকাংশই সাঁওতাল। তাদের ছোড়া তীরের আঘাতে এসআই আখতার সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় রোববার রাতেই এসআই কল্যান চক্রবর্তী বাদী হয়ে ৩৮ জনের নাম উলেখ করে অজ্ঞাত আরও ৩শ’ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। তিনি আরও বলেন, পরবর্তীতে সংঘর্ষ ও লুটপাট এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন