রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গোয়েন্দাদের মনোযোগ এখন কানাডীয়ান তামিম চৌধুরীর দিকে

গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর বাংলাদেশের গোয়েন্দারা এখন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান নাগরিক তামিম চৌধুরীর দিকে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছনি। তাকেই এখন বাংলাদেশে জঙ্গি তৎপরতার সঙ্গে ইসলামিক স্টেট-এর যোগসূত্র হিসেবে বিবেচনা করছে গোয়েন্দারা। তাদের বিবেচনায় অস্ট্রেলিয়া ও জাপান প্রবাসী দুইজন বাংলাদেশিকেও আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যোগযোগের সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কানাডার উইন্ডসরে বসবাসরত তামিম আহমেদ চোধুরী ২০১৩ সালে কানাডা ছেড়ে চলে যায়। ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে বাংলাদেশে কিংবা পার্শ্ববর্তী ভারতে অবস্থান করছে। ঢাকার গোয়েন্দাসূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, বাংলাদেশে আইএস-এর প্রশিক্ষণ এবং নিয়োগ কর্মকাণ্ড পরিচালনা এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে বাংলাদেশের জঙ্গীদের লিয়াজোঁ রক্ষাকারী বিবেচনায় গোয়েন্দারা যে তিনজকে হন্যে হয়ে খুঁজছেন তাদের মধ্যে তামিম আহমেদ চৌধুরী রয়েছে। বাকি দুজন হলেন জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি ও অস্ট্রেলিয়া প্রবাসী আবু তারেক মোহাম্মদ তাজউদ্দীন কাওসার। পুলিশ ১০ জন হাই প্রোফাইল জঙ্গির যে তালিকা করেছে, তার মধ্যে এই তিনজনও রয়েছেন।

বাংলাদেশ সরকার প্রকাশ্যে ‘আইএস-এর কোনো অস্তিত্ব নাই’ বলে দাবি করলেও গোয়েন্দাদের নথিতে তাদের তৎপরতার কথা উল্লেখ আছে বলে নিউইয়র্ক টাইমস দাবি করেছে। পত্রিকাটি বলছে, এক বছর আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা মেট্টোপলিটন পুলিশের সেই সময়কার জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম চৌধুরী বলেছিলেন, “ইসলামিক স্টেট-এর সমর্থকদের উপর আমাদের যথেষ্ট গোয়েন্দা নজরদারি আছে। তারা বলেছে, তারা জিহাদের জন্য সিরিয়ায় যেতে চায়। তারা বাংলাদেশে জিহাদ করবে না। বাংলাদেশে কাউকে হামলা বা খুন করা তাদের পরিকল্পনায় নেই।”

মনিরুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররজিম আ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান এবং গুলশান ও মোলাকিয়ায় হামলার ঘটনায় এই ইউনিটও তদন্ত করছে। গোয়েন্দাসূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস দাবি করছে, ঢাকার তদন্তকারীরা এখন আন্তর্জাতিক জঙ্গীদের সাথে লিয়াজোকারীদের খুঁজছে। ঢাকার গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি বলছে, সিরিয়ায় প্রশিক্ষণ নিয়ে দুই থেকে তিন ডজন জঙ্গী বাংলাদেশে ফিরে গেছে। অন্যরা প্রশিক্ষণ নিয়েছে তুরস্কে। তৃতীয় একটি গ্রুপ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষণ নিয়েছে।

তবে কানাডীয়ান বাংলাদেশি তামিম আহমেদ চৌধুরীর দিকেই গোয়েন্দাদের সর্বাধিক মনোযোগ। কিছুদিন আগে ইসলামিক স্টেট-এর ইংরেজি ভাষার প্রকাশনা দাবিক এ তাকে আইএস এর বাংলাদেশ শাখার প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিলো। ওই ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে তামিম ভারতে রক্তাক্ত হামলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা