গোলপোস্টের পেছন থেকে মেসির অবিশ্বাস্য গোল দেখুন ..(ভিডিও সহ)

মাঠে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অবিশ্বাস্য সব কীর্তি কারো অজানা নয়। তাঁর জাদুকরি ফুটবলশৈলীতে পুরো বিশ্ব একরকম মোহিত হয়ে আছে। গ্রহের সেরা এই ফুটবলার কিছুদিন আগেই পঞ্চমবারের মতো জিতেছেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার।
মাঠে যিনি এত চমৎকার ফুটবল দক্ষতা দেখাতে পারেন, প্র্যাকটিসে নিশ্চয়ই এর চেয়ে বেশি কিছু করে থাকেন। গতকাল সোমবার দলের অনুশীলনে তেমনই একটি ফুটবলশৈলী প্রদর্শন করেছেন, গোলপোস্টের পেছন থেকে অসাধারণ একটি গোল করেন তিনি।
এদিন বার্সার অনুশীলন সেশনে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ইতালীয় গায়ক ইরোস রামাজ্জতি। তাঁকে দেখিয়ে অনুশীলনে গোলবারের পেছন থেকে চমৎকার এই গোলটি করেছেন মেসি। এমন গোল অনেকের পক্ষে করা শুধু অসম্ভবই নয়, দেখে অবিশ্বাস্যও মনে হবে।
গত ১৪ ফেব্রুয়ারি মেসির একটি পেনাল্টি কিক নিয়েও বেশ আলোচনার জন্ম হয়েছে। এই গোলটি করতে পারলেই লা লিগায় ৩০০টি গোল করার মাইলফলক স্পর্শ করতে পারতেন আর্জেন্টাইন তারকা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অদ্ভুত এক কাণ্ডই ঘটালেন মেসি। গোলপোস্ট লক্ষ্য করে জোরালো শট নেওয়ার বদলে আলতো করে টোকা দিলেন বলে। পেছন থেকে দৌড়ে এসে শট নিয়ে বল জালে জড়িয়ে দিলেন লুইস সুয়ারেজ। স্পেনের ক্রীড়া দৈনিক এএস মেসি-সুয়ারেজের এই পেনাল্টিকে ঘোষণা দিয়েছে ‘শতাব্দীর সেরা পেনাল্টি’ হিসেবে।
গত ২০১৫ সালে পাঁচটি শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠা বার্সেলোনার অসাধারণ সাফল্যের প্রধান স্থপতি ছিলেন এই মেসিই। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়ে আর্জেন্টাইন তারকা দলকে ভাসিয়ে দিয়েছেন আনন্দের জোয়ার। তাই গত জানুয়ারিতে পঞ্চমবারের মতো জিতেছেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন তিনি।
ভিডিও টি এখানে…
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন