গোলরক্ষকদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে
আরব আমিরাত এবং জর্ডানের বিপক্ষে ম্যাচে গোলরক্ষকদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক প্রশিক্ষক আতিকুর রহমান। তবে বাকি সময়টুকুতে নিজেদের ঠিকভাবে প্রস্তুত করে তুলতে পারলে এই দুই ম্যাচেও বাংলাদেশের গোলরক্ষকরা ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে দুই গোল করার বিপরীতে লাল সবুজের প্রতিনিধিরা হজম করেছে ২৪ গোল। এই পরিসংখ্যানেই স্পষ্ট, প্রতিপক্ষের ফরোয়ার্ডদের কাছে কতটা অসহায় ছিল বাংলার গোলরক্ষকরা। কয়েক মাসের ব্যবধানে আবারো এমনই পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে জর্ডানের বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার লড়াইটা প্রতিপক্ষের মাঠে হচ্ছে বলে চোখ রাঙ্গাচ্ছে আরো ভয়ঙ্কর কিছু। পাশাপাশি আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচটিতেও হিমেলদের কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করছেন গোলকিপিং প্রশিক্ষক আতিকুর রহমান আতিক।
এদিকে, নিষিদ্ধের প্রক্রিয়ায় থাকায় দলে ডাক পাননি গেল কয়েক ম্যাচে আলো ছড়ানো গোলরক্ষক শহিদুল ইসলাম। তাই কোচের প্রশিক্ষণ চলছে হিমেল, রানা আর লিটনকে ঘিরেই। কিন্তু এখান থেকে কেউ চোটে পড়লে সেটা দলের জন্য চরম দুর্ভোগ বয়ে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন কোচ।
তবে গোলরক্ষককে ঠিকভাবে তৈরি করা হলেও, দলের ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের সঙ্গে যদি তার সমন্বয় না হয় সেক্ষেত্রে ভালো ফল পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন এই প্রশিক্ষক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন