গোল পাননি মেসি, জেতেনি বার্সা

স্প্যানিশ লা লিগার ৩০তম ম্যাচে রোববার রাতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় বার্সেলোনা।
এই ম্যাচে লিওনেল মেসি গোল পাননি। আর জেতেনি বার্সেলোনাও। তবে হারেনি। ভিয়ারিয়ালের মাঠে তারা ২-২ গোলে ড্র করেছে।
ড্র করে পয়েন্ট হারালেও টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লুইস এনরিকের শিষ্যরা।
রোববার স্টাদিও এল মাদ্রিগালে ম্যাচের ২০ মিনিটে ইভান রাকেটিকের গোলে এগিয়ে যায় বার্সা। ৪১ মিনিটে নেইমার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় মেসি-নেইমাররা।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে ভিয়ারিয়ালের সেদরিক বাকাম্বু গোল করে ব্যবধান কমান। ৬৩ মিনিটে বার্সেলোনার জেরমে ম্যাথিউ আত্মঘাতি গোল করে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান।
এরপর বার্সা বেশ কিছু দারুণ সুযোগ পেলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি। ফলে জয়ও পায়নি।
২-২ গোলে ড্র করলেও ৩০ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালান ক্লাবটি। সমসংখ্যক ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন