শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গৌরনদীর শতবর্ষী স্কুল-কলেজে নেই শহীদ মিনার

আরিফিন রিয়াদ (নিজস্ব সংবাদদাতা)
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের নিজ উপজেলা বরিশালের গৌরনদীর শতবর্ষী কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানিয়া-শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জঙ্গলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার।একইভাবে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নিজ নামের ইউনিয়নের (জাহাঙ্গীর নগর) আগরপুর ডিগ্রী কলেজেও নেই কোন শহীদ মিনার। শুরু থেকে অদ্যবর্ধি ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে কোন শহীদ মিনার নির্মিত হয়নি। ফলে দেশ ও একুশের চেতনাবঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কোনো আগ্রহ নেই। প্রতিবছর অন্যান্য ছুটিরদিনের মতোই তারা (শিক্ষক) কাটিয়ে দেন গৌরবের এ দিনটিকে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আগরপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গত চার বছর পূর্বে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের জন্য স্থানীয় এক সমাজ সেবক নগদ অনুদান প্রদান করলেও অদ্যবর্ধি শহীদ মিনার নির্মাণ করা হয়নি।অথচ কলেজ কর্তৃপক্ষ সৌন্দর্য বৃদ্ধির নামে কয়েক লাখ টাকা ব্যয় করে ফুলের বাগান তৈরি করেছেন। প্রতিবছর ওই কলেজে অস্থায়ীভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হলেও এবছর কাঠ দিয়ে একইভাবে অস্থায়ী শহীদ মিনার নির্মাণের কাজ চলছে। যা শহীদ দিবসের প্রথম প্রহরের পর পরই ভেঙ্গে ফেলা হয়। এনিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অপরদিকে গৌরনদী কাঁঠালতলী সরকারি প্রাথমিক স্কুলে নির্মিত হয়নি কোন শহীদ মিনার।

স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যালয়ের পাশ্ববর্তী স্কুলের সম্পত্তি স্থানীয় এক ব্যক্তি দখল করে রাখায় স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করা যাচ্ছেনা।কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানিয়া-শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জঙ্গলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষা বিভাগ শহীদ মিনার নির্মাণের আদেশ দিলেও শহীদ মিনার নির্মাণের জন্য সরকারি ভাবে বাজেট না থাকায় আদেশ বাস্তবায়ন করা যাচ্ছে না।

স্কুলের একাধিক শিক্ষার্থীরা জানায়, একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস কী, এটি কীভাবে পালন করতে হয় তা সম্পর্কে তারা কিছুই জানে না। এমনকি তারা কখনও শহীদ মিনারে ফুলও দিতে পারেনি।

ক্ষোভের সাথে শিক্ষার্থীরা জানায়, টিভিতে দেখি একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেয়া হয়। আমাদের স্কুলে শহীদ মিনার না থাকায় আমরা ফুল দিতে পারিনা।
অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থায়ী কিংবা অস্থায়ীভাবে স্কুলের পক্ষ থেকে শহীদ মিনার নির্মাণ না করায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষার দাবীতে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।একইভাবে শিক্ষার্থীরা ’৫২-র ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারির গুরুত্ব সম্পর্কেও সঠিক ধারণা নিতে পারছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ