স্ত্রী ও পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ
গৌরীপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল আহমেদকে(৫০) কুপিয়ে আহত করা হয়েছে। আজ শনিবার ভোরে রাতে সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের দ্বিতীয় স্ত্রী বাদী হয়ে তার দুই দেবর কাঞ্জন(৩০), কাজল(২৬) ও সতীনের ছেলে মো. উজ্জল আহম্মেদ(১৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. দুলাল আহমেদ সোনাকান্দিা গ্রামের বাসিন্দা। একাধিক বিয়ে ও নানাবিধ অপকর্মের কারণে স্ত্রীদের সাথে ঝামেলার কারণে গত বছর এক স্ত্রীর মামলায় জেলে গিয়েছিলেন চেয়ারম্যান দুলাল। দুই মাস জেলে থাকার পার আপোস মীমংসার পর কারামুক্ত হন তিনি। তিনি একাধিক বিয়ে করায় পরিবারিক কলহ লেগেই থাকতো। এমতাবস্থায় আজ শনিবার ভোররাতে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করা হয়। এতে তাঁর মাথার বাম পাশে কান ও চোখ
মারাত্মকভাবে জখম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে দুলালের পরিবারের লোকজন জানায়, দ্বিতীয় স্ত্রী সামছুন্নাহার সুমি ভোর রাতে ঘুমের মধ্যে দুলাল আহম্মেদকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। নিজেকে আড়াল করতেই মিথ্যা মামলা দায়ের করছে। দুলালের জ্ঞান ফিরে এলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ব্যাপারে গৌরীপুর থানার ওসি মো. আখতার মোর্শেদ বলেন, চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী ও প্রথম প্রক্ষের স্ত্রীর লোকজন একে-অপরকে দোষারোপ করছেন। তবে পারিবারিক ঘটনার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে এটা প্রায় নিশ্চিত।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন