গ্যালাক্সি এস৭ ও এস৭ এজের দাম ফাঁস!

দিন যত ঘনিয়ে আসছে, গ্যালাক্সি এস৭ ও গ্যালাক্সি এস৭ এজ ফোনের ব্যাপারে গুজব ততই বাড়ছে। স্যামসাং ভক্তদের জন্য সুখবর, ২১ ফেব্রুয়ারি উন্মুক্ত হতে যাচ্ছে সেট দুটি। কিন্তু এর আগেই ফাঁস হয়ে গেছে স্যামসাংয়ের নতুন দুই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের দাম।
ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে ‘দ্য নেদারল্যান্ডস’ নামে একটি ওয়েবসাইটে নতুন সেট দুটির সম্ভাব্য মূল্যের ধারণা দেওয়া হয়েছে। তাদের তথ্যমতে, গ্যালাক্সি এস৭-এর দাম হতে যাচ্ছে ৭০০ ইউরো এবং গ্যালাক্সি এস৭ এজের দাম ধরা হয়েছে ৮০০ ইউরো। কিছুদিন আগে স্যামসাংয়ের মোবাইলবিষয়ক ওয়েবসাইট স্যাম মোবাইলের একটি প্রতিবেদনে এ রকম দামের ব্যাপারে ধারণা দেওয়া হয়েছিল।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবশ্য সেট দুটির দাম কিছুটা কম হতে পারে, সে ব্যাপারে কোনোই ধারণা দেওয়া হয়নি। তবে যদি প্রায় এ রকম দামই থাকে, তাহলে গ্যালাক্সি এস৭-এর দাম হবে ৫৪৪ পাউন্ড বা ৭৮৭ ইউএস ডলার।
আর গ্যালাক্সি এস৭-এর দাম হবে ৬২২ পাউন্ড বা ৮০০ ইউএস ডলার। তবে যে দেশে যেমনই থাকুক দাম, এটি পরিষ্কার যে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের দাম কমাতে কোনোভাবেই আগ্রহী নয়।
তবে এই মূল্য শুধু সেট দুটির ৩২ জিবি ভার্সনের জন্য। ৬৪ জিবি কিংবা ১২৮ জিবি ভার্সনের সেট কিনতে হলে আরো অনেক টাকা গুনতে হবে বলেই ধারণা করা হচ্ছে।
আগামী ২১ ফেব্রুয়ারি গ্যালাক্সি সিরিজের নতুন দুটি সেটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্যামসাং। এর পরই স্যামসাং এসব সেটের আগাম অর্ডার নেওয়া শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন