সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গ্রাফিক ডিজাইনারের ভুলেই বঙ্গবন্ধুর ছবি বিকৃতি: এমপি লতিফ

চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিকৃত করার কথা স্বীকার করে এর পুরো দায়ভার ডিজাইনারের উপর চাপালেন সংসদ সদস্য এম এ লতিফ। এমনকি আগের দিন এ ঘটনাকে নগর আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্র বলে দাবী করলেও রবিবার সংবাদ সম্মেলন তা প্রত্যাহার করে নিলেন। তাই আইনজীবীরা বলছেন, এমপি লতিফ কিছুতেই প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় আইনের দায় থেকে বাঁচতে পারবেন না।

পরপর দু’দিন দুই মেজাজে সংবাদ সম্মেলন করলেন বন্দর পতেঙ্গা আসনের আলোচিত-সমালোচিত সংসদ সদস্য এম এ লতিফ। আগের দিনের সংবাদ সম্মেলন বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার দায় আওয়ামী লীগ নেতাদের উপর চাপালেও রোববারের চিত্র পুরো ভিন্ন। এবার তিনি প্রতিকৃতির ডিজাইনার কবীর হোসেন বাবু’র উপর দায় চাপালেন। এমনকি আগ্রাবাদ ওয়াল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের পাশে রাখলেন সেই ডিজাইনার পাশাপাশি প্রকাশনা প্রতিষ্ঠানের মালিককেও।

এমএ লতিফ বলেন, যারা বঙ্গবন্ধুর ছবি বিকৃতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের আমি চিহ্নিত করেছি। তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে উত্তর দিয়েছে আমি যে রেজুলেশনের বঙ্গবন্ধুর ছবি পাঠিয়েছি, সেই রেজুলেশনের ছবি বড় প্রতিকৃতি করার জন্য যথেষ্ট ছিল না। তাই তারা বিকল্প একটা পথ বেছে নিয়েছিল। এই বিষয়টি তাদের মুখ থেকে শোনার জন্য অনুরোধ করছি।

হায়দার প্রিন্টার্সের ডিজাইনার কবীর হোসেন বাবু বলেন, ‘চেম্বারের কর্মকর্তা রাসেল দাসের কাছ থেকে এমএ লতিফের মুজিব কোর্ট পরা ছবিটা নিয়েছিলাম। তাকে বলেছিলাম বঙ্গবন্ধুর যে ছবিটা পেয়েছি সেটি দিয়ে বড় ব্যানার তৈরি সম্ভব নয়, এটি ফেটে যাবে। তাই তাকে বললাম মুজিব কোর্ট পরা কারও ছবি আছে কিনা। পরবর্তীতে তার মোবাইলে থাকা এমপি মহোদয়ের ছবিটা নিয়ে বঙ্গবন্ধুর পরিপূর্ণ প্রতিকৃতি সম্বলিত ব্যানার তৈরি করি। এটা নিয়ে এত কিছু হবে জানলে আমি তা করতাম না। আমার উদ্দেশ্যটা অসৎ ছিল না। খুব দ্রুত করতে গিয়ে আমি কাজটি করে ফেলেছি। এটি আমি নিজস্ব চিন্তাধারা থেকে করেছি। পরবর্তীতে সময় স্বল্পতার কারণে তা কাউকে দেখানো হয়নি।’
বর্তমানে এটা নিয়ে এতটা বিতর্ক তৈরি হবে জানলে আমি এটা করতাম না। এ জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি বলেন কবির হোসেন।
তবে এমপি লতিফ কিছুতেই দায়মুক্তি পাবেন না বলে জানান সরকারের অন্যতম শীর্ষ আইন কর্মকর্তা ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃত করার দায়ে সংসদ সদস্য এম এ লতিফের বিচার চেয়ে রোববারও নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তব্য রেখেছেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানের বেশভূষায় রূপান্তরিত করা একই সূত্রে গাঁথা বলে দাবি করেছে নগর আওয়ামী লীগ।

নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘তাকে (এমপি লতিফ) আগে দল থেকে বহিষ্কার করতে হবে। এবং সেই সাথে বাংলাদেশের সংসদে থাকার অধিকারও নেই তার ।’

তিনি আরও বলেন, ‘এমপি লতিফকে অবশ্যই দেশের প্রচলিত যে আইন আছে আইনমোতাবেক বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করে উপস্থাপনের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে সংসদ সদস্য এম এ লতিফের অবয়বে বঙ্গবন্ধুর মুখমণ্ডল বসিয়ে তৈরি করা প্রতিকৃতি লাগানো হয়। এ ঘটনায় সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলাও দায়ের করা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেলিন বলেছেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির যত্রতত্র অপব্যবহার রোধে সুস্পষ্ট দলীয় নির্দেশনা আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যত্রতত্র অপব্যবহার করলে, দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল