গ্রেনেড, পিস্তল ও ককটেল উদ্ধার শেরপুরের ওই বাড়ি থেকে
বগুড়ার শেরপুর উপজেলার জোয়ানপুর কুঠিরভিটা এলাকার ওই বাড়ি থেকে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০টি গুলি, দুই বস্তা ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, উপজেলার জোয়ানপুর কুঠিরভিটা এলাকার মাহবুবুর রহমান ঢাকায় থাকেন। কয়েক দিন আগে তিনি দুই যুবকের কাছে বাড়িটি ভাড়া দেন। রোববার রাত ৯টার দিকে ওই বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আরেকজন রোববার দিবাগত রাত ১২টার বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, সোমবার সকালে র্যাব ও পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান শুরু করে। পরে বাড়ি থেকে ১০টি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ২০টি গুলি, দুই বস্তা ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন