রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গ্রেনেড হামলার রায় নিয়ে নৈরাজ্য সহ্য করা হবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে সামনে রেখে যে কোন ধরনের নৈরাজ্য মোকাবেলা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের সমাবেশের ওপর গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোন ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।

সোমবার (৮ অক্টোবর) গণমাধ্যম এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ১০ অক্টোবর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণ করা রয়েছে।

এ মামলার রায়কে সামনে রেখে কোন ধরনের নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো সম্ভাবনা নেই। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষনিকভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং বর্তমান চলমান পরিস্থিতিকে সামনে রেখে পরিকল্পনা করছে।

তিনি বলেন, আগামী ১০ অক্টোবর কতিপয় চিহ্নিত দুর্বৃত্তের বিরুদ্ধে মামলার রায় দেওয়া হবে। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের মত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের একটি সমাবেশের ওপর ঘৃন্য গ্রেনেড হামলা চালিয়ে দলটিকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওই অপরাধীদের বাঁচাতে কেউই রাস্তায় আসবে না।

স্বারাষ্টমন্ত্রী আরো বলেন, এ মামলার রায়ের মাধ্যমে জাতি আরো একটি কলঙ্কমুক্ত হবে।

এই মামলার রায়ের আগে ঢাকা মেট্টোপলিট্রন পুলিশ (ডিএমপি)’র প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে সামনে রেখে কাউকে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না।

তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, আদালত এলাকা, সরকারী অফিস সমুহে এবং রাজধানীর সর্বত্র যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করতে নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহণ করা হবে।

মামলার রায়কে কেন্দ্র করে কোন ধরনের নাশকতার গোয়েন্দা রিপোর্ট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যতদূর সম্ভব এ মামলার রায়কে কেন্দ্র করে কোন নাশকতার গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য যে কোনো ধরনের পরিস্থিতি বিবেচনা করেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’র গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, আমরা এ মামলার রায়কে সামনে রেখে যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবেলা করতে বাহিনীর সকল ব্যাটেলিয়নকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, এ মামলার রায়কে সামনে রেখে কেউ যাতে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কাজ করতে না পারে, সেজন্য আদালত এলাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার রায়ের আগে কোনো ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। সূত্র: বাসস।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে