গ্রেফতার হওয়া থেকে রক্ষা পেলেন দিলশান

গ্রেফতার হতে হচ্ছে না শ্রীলংকার সাবেক অধিনায়ক তিলকরত্নে দিলশানকে। তার বিপক্ষে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে আদালত।
প্রথম স্ত্রীর সন্তানের রক্ষণাবেক্ষনের অর্থ সময়মতো পরিশোধ না করার মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। গতকাল হাজির হয়েছিলেন দিলশান। তাই তাকে গ্রেফতার না করার নিদের্শ দিয়েছে আদালত। তবে পরবর্তী তারিখে তাকে কোর্টে হাজিরের নির্দেশ দিয়েছে প্রধান ম্যাজিস্ট্রেট।
দিলশানের বিপক্ষে নিজের ও তার সন্তানের ভরন-পোষন এবং বীমার দেয়ার জন্য মামলা করেছিলেন তার প্রথম স্ত্রী নিলাঙ্কা উইথনাগে। সেটি সময়মতো দিতে না পারায় দিলশানকে আদালতে হাজিরের নিদের্শ দেয়া হয়।
দিলশানকে পরবর্তী তারিখে আদালতে হাজিরের নিদের্শ দিয়েছেন প্রধান ম্যাজিস্ট্রেট। এছাড়া আগামী ২৪ মে পর্যন্ত এই মামলাটি স্থগিত রেখেছেন ম্যাজিস্ট্রেট।
শ্রীলংকার হয়ে ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দিলশান। এসময় ৮৭ টেস্টে ৫৪৯২, ৩৩০ ওয়ানডেতে ১০২৯০ ও ৮০টি-২০ ম্যাচে ১৮৮৯ রান করেন তিনি। বল হাতে টেস্টে ৩৯, ওয়ানডেতে ১০৬ ও টি-২০তে ৯ উইকেট নিয়েছেন ৪০ বছর বয়সী দিলশান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন