ঘরের মাঠে বাংলাদেশ বিপজ্জনক: অজি অধিনায়ক
সফরে আসার আগমুহূর্তে বাংলাদেশের প্রতি সমীহ জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে ঝামেলা মিটে যাওয়ায় এখন নির্দিষ্ট সময়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অনেকদিন খেলার বাইরে থেকে নাকি স্মিথদের হাত-পা আড়ষ্ট হয়ে গেছে। তাই বাংলাদেশ সফরের জন্য মুখিয়ে আছে স্মিথ বাহিনী।
ফক্স স্পোর্টসে এক কলামে অজি অধিনায়ক স্মিথ লিখেছেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। গত কয়েক বছরে তারা উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিশেষ করে ঘরের মাঠে। গত বছর ঘরের মাঠে টেস্টে তারা ইংল্যান্ডকে পরাজিত করেছে। অনেকদিন ধরেই ব্যাট হাতে নেইনি। আশা করি সফরটা ভালোই হবে। ‘
অজিদের বিপক্ষে মাঠে নামতে জোর প্রস্তুতি শুরু করেছে টাইগাররা।
অন্যদিকে ডারউইনে আগামীকাল বৃহস্পতিবার থেকে ৭ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করছে অজিরা। ২ টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় আসবে স্টিভেন স্মিথের দল। পূর্ণশক্তির অজি দলে থাকছেন ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, উসমান খাজা, ম্যাথু রেনশদের মতো প্রথম সারির ব্যাটসম্যান। আর বোলিংয়ে আছেন জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, জ্যাকসন বার্ড, নাথান লায়নদের মত তারকারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন