বুধবার, অক্টোবর ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘরে ফিরতে বিড়ম্বনায় হাজিরা

দেহমনে পাক-সাফ হয়ে হজ শেষে বাড়ি ফিরতে চান হাজিরা। কিন্তু হজযাত্রায় সীমাহীন বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশের হাজিদের। নানা বাধা পেরিয়ে হজ করার পর দেশে আসতেও বঞ্চনার শিকার হন তারা। এর শুরু হয় সৌদি আরব থেকেই।

ঢাকায় আসার একদিন পরও বাড়ি ফিরতে পারছে না রংপুরের ৪০২ জন হাজী। আরও অনেক হাজি লাগেজ ফিরে পাচ্ছেন না। কবে নাগাদ লাগেজ পাওয়া যাবে, সেই তথ্য পর্যন্ত দিতে পারছেন না বিমানের কর্মকর্তারা।

ভোগান্তির জন্যে বাংলাদেশ বিমানের অব্যবস্থাপনার দিকটি তুলে ধরছেন হাজিরা। আবার এজেন্সিগুলোর বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তুলছেন কেউ কেউ।

আজ সোমবার গিয়ে দেখা গেছে, দেশে পৌঁছানোর পর নিজ বাড়ি যাওয়ার বাসের জন্যেও ঘন্টার পর ঘন্টা বিমানবন্দর সড়কে বসে থাকতে হচ্ছে হাজিদের।

চলতি বছর সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন করতে গিয়েছিলেন। এবার প্রায় ৫০ হাজার হাজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, বাকিরা অন্যান্য প্রতিষ্ঠানের উড়োজাহাজে বাংলাদেশে ফিরছেন। আগামী কয়েকদিন আসবে হজের এই ফিরতি ফ্লাইট।

এদিকে হজের ফিরতি ফ্লাইটের সিডিউল বিপর্যয় এখনো কাটেনি। সব ফ্লাইটই আসছে নির্ধারিত সময়ের তিন থেকে চার ঘণ্টা পরে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজিদের।

গত দুই বছর ধরে ‘সিটি চেকিং’ নামে লাগেজ পরিবহনের ব্যবস্থা করে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। লাগেজ পৌঁছে দেয়ার এই সিস্টেম ব্যবস্থাপনার জন্য একটি এজন্সী নিয়োগ করে কর্তৃপক্ষ। প্রথম বছর এই সিস্টেম হাজীদের কল্যাণে কিছুটা কাজে আসলেও এবার পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঢাকার হাজীদের কিছু লাগেজ এলেও রংপুর. কুমিল্লা, নেয়াখালী ও রাজশাহীসহ অন্যান্য এলাকার হাজিরা এখনো লাগেজ পাননি।

জানা যায়, এবার সিটি চেকিংয়ের আওতায় মক্কায় দুটি বুথ এবং মদীনায় একটি বুথ খুলেছে লাগেজ ব্যবস্থাপনায় নিয়োজিত এজেন্সি।

বাংলাদেশ বিমানের সব হজযাত্রী আসার ফিরতি ফ্লাইট ধরার ২৪ ঘন্টা আগে সিটি চেকিংয়ে লাগেজ বা তাদের সঙ্গে আনা মালামাল দিয়ে আসেন। সেক্ষেত্রে হয়রত শাহাজালাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাদের লাগেজ পেয়ে যাওয়ার কথা। কিন্তু হাজিরা তাদের লাগেজ পাচ্ছেন না।

এ বিষয়ে হজ করে আসা যাত্রী রাজশাহীর বাঘমারার আবু তাহের পাঠান জানান, তারা বিমানকে সব ধরনের চার্জ দেয়ার পরও কাংখিত সেবা পাচ্ছেন না। প্রতিবছর একটা না একটা সমস্যা হচ্ছেই। এভাবে চলতে থাকলে একসময় সরকারি বিমান কোনো যাত্রী পাবে না।

আরেক হাজী মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা অনেক কষ্টে বাংলাদেশে পৌঁছেছি। সৌদিতে যাওয়ার পরে অনেক সমস্যায় পড়তে হয়েছে। নতুন গাইডের কারণে আরো বেশি সমস্যায় ছিলাম। কারণ সে নিজেই কিছু চেনে না।

তিনি আরো বলেন, বেসরকারিভাবে যেসব হাজিরা সৌদি আরবে গিয়েছেন, থাকা-খাওয়া-ঘোরার ক্ষেত্রে তারা অনেক ভালো ছিলেন। আর সরকারি ব্যবস্থাপনায় অনেক কষ্টে পড়তে হয় হাজিদের।

এ বিষয়ে রংপুর ইসলামিক ফাউন্ডেশনের গাইড শামীমুর ইসলাম বলেন, ‘আমি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবো না।’

বিমানে দেরীর পর বাসের অপেক্ষায় ৪০২ জন হাজি

রংপুর ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সরকারিভাবে এবার ৪০২ জন হজ করতে যান। তাদের একজন হাজি ড. রুহুল মতিন অভিযোগ করেন, ‘যাওয়ার আগে নানা সহায়তার কথা বলা হলেও সৌদি আরবে গিয়ে কেউ আমাদের পাশে ছিলো না।’

তিনি আরও বলেন, ‘হজ করতে যাওয়ার সময় এসআর পরিবহনকে একেকজন ৫ হাজার টাকা করে দিয়েছি। কথা ছিলো, হজে যাওয়ার সময় তারা আমাদের বিমানবন্দরে নামিয়ে দিবে, আর হজ থেকে ফেরত আসার পর আবার রংপুর নিয়ে যাবে। কিন্তু গতকাল (রবিবার) রাত থেকে এসআর পরিবহন হাজীদের নিতে আসেনি। এসেছে আজ সকালে। তাও একটি বাস। এক বাসে ২০ জন হাজি যাবে। বাকিরা বাসের জন্যে বসে আছি।’

বিমানে দেরী হওয়ায় তারা আজ সকাল সাড়ে ৭টায় বাংলাদেশে এসেছেন। কিন্তু সকাল ১১টার পর আর আসেনি এসআর পরিবহনের কোনো বাস।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে