ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় কন্যা শিশুরা
বাংলাদেশে পরিবারের ভেতর-বাইরে সর্বত্র কন্যা শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যৌন নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনা থেকেও বাদ যাচ্ছে না তারা। তা ঘটছে পরিবারের অভ্যন্তরে, যাত্রাপথে সকল ক্ষেত্রে।
কন্যা শিশুদের জীবনকে আরও বেশি সুন্দর ও সহজ করে তোলার লক্ষ্য নিয়ে বিশ্বব্যাপী আজ কন্যা শিশু দিবস পালনের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে কন্যা শিশুদের জীবনের উন্নয়নের জন্য বেশকিছু অগ্রগতি হলেও তাদের নিরাপত্তাহীনতা এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সেই সঙ্গে বাংলাদেশে বাল্যবিবাহ ও অপুষ্টিও একটি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন তারা।
জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার বিবিসি বাংলাকে বলছেন, উচ্চবিত্ত পরিবারই হোক বা নিম্নবিত্ত কোথাও কন্যা শিশুরা যৌন নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনা থেকে বাদ পড়ছে না এবং তা ঘটছে পরিবারের অভ্যন্তরে, যাত্রাপথে সকল ক্ষেত্রে।
এমনকি বুদ্ধি প্রতিবন্ধী শিশুকেও এধরনের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়।
তবে এধরনের ঘটনায় আগের মতো চেপে যাওয়ার প্রবণতা খানিকটা কমেছে বলে মনে করছেন নাছিমা আক্তার।
তিনি বলছেন, আগে কন্যা শিশুর প্রতি এ ধরনের কোন ঘটনা হলে তা চেপে যাওয়া হতো বা মেয়েটিকেই দোষারোপ করা হতো। ইদানীং সেই পরিস্থিতিতে খানিকটা পরিবর্তন হয়েছে।
এখন অনেকেই বিষয়টিতে আইনের আশ্রয় নিচ্ছেন বলে জানান তিনি।
কন্যা শিশু জন্ম নিলে পরিবারে মনোক্ষুণ্ণ হওয়ার বিষয়টিও অনেক প্রচারের পর খানিকটা কমেছে বলে বলছেন নাছিমা আক্তার।
কন্যা শিশুর জন্মের জন্য মায়েদের দায়ী করার বিষয়টিতেও খানিকটা পরিবর্তন হয়েছে।
বাংলাদেশে মেয়েদের অল্প বয়সে বিয়ে ও অপ্রাপ্ত বয়সে মাতৃত্বের কারণে তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠায় বাধা ও নানান স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে সাবধান করছেন এই উন্নয়ন কর্মী।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন