ঘরে বোনের উত্ত্যক্তকারীকে দেখে ফেলায় স্কুলছাত্র খুন
খুলনার ডুমুরিয়ায় বড় বোনের (২১) ‘উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে’ ফয়সাল মল্লিক (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উলাপাড়া মৌখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের উলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। পরে এলাকাবাসী আটক করে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করে। তার নাম মিজানুর রহমান (২৩)। ফয়সালের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেয়েটি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই মেয়েকে মিজান উত্ত্যক্ত করত বলে পরিবারের অভিযোগ।
আহত ব্যক্তিরা হলেন ফয়সালের বাবা রশিদ মল্লিক (৪৫), মামা মোফাজ্জেল সরদার (২২), মহাসিন সরদার (২৫) ও চাচাতো ভাই ইমরান মল্লিক (২২)। তাঁদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইমরান মল্লিক বলেন, স্কুলে আসা-যাওয়ার সময়, এমনকি বাড়িতে এসেও তাদের বোনকে প্রায়ই উত্ত্যক্ত করত মিজান। অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। গতকাল রাতে দরজা খোলা রেখে পড়াশোনা করার সময় মিজানুর ঘরে ঢুকে লুকিয়ে ছিল। ওই সময় ফয়সাল তাকে দেখে চিৎকার দেয়। এর পর মিজান তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাড়ির লোকজন মিজানকে আটক করে। কিন্তু এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। এতে চারজন আহত হন। পরে এলাকাবাসী এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান জানান, আটকের পর এলাকাবাসী মিজানকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন