‘ঘাতক’ উইলিয়ামসনকে নিয়ে পরিকল্পনা ছিল না বাংলাদেশের
কিউই অধিনায়ক উইলিয়ামসন মূলত ব্যাটসম্যান হিসেবে বেশি পরিচিত। পার্টটাইম বোলার হিসেবে মাঝে মাঝে ট্রাকে হাজির হন। আজ যেমন বাংলাদেশের বিপক্ষে এসেছিলেন। বল হাতে তামিমদের ভড়কেও দেন। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে বলছেন, বোলার উইলিয়ামসনকে নিয়ে তার দলের কোনো পরিকল্পনা ছিল না।
কিউই অধিনায়ক এদিন ৫ ওভার হাত ঘোরান। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।
উইলিয়ামসনের বোলিং নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সে (উইলিয়ামসন) সাধারণত বল করে না। কিন্তু কীভাবে যেন উইকেটগুলো নিয়ে নিলো। তাকে কীভাবে মোকাবেলা করবো, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না। সে তো আসলে পার্ট-টাইম বোলার। আজ (বুধবার) ভালো বল করেছে। কৃতিত্ব তাকে দিতেই হবে। আমি মনে করি, আগামীতে তাকে ভালোভাবে মোকাবেলা করতে হবে আমাদের।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন