‘ঘাতক-দালালদের পরিবারের মূল টার্গেট হাসিনা’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের ঘাতক-দালালদের পরিবারের যারা বিদেশে অবস্থান করছে তাদের মূল টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত আগস্ট, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতক-দালালদের সন্তান, পরিবার-পরিজন যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশের কারাগারে যারা নিগ্রহ গ্রহণ করছেন, ফাঁসির দণ্ড নিয়ে যারা অবস্থান করছেন এই সমস্ত লোকদের সন্তান-সন্ততি ও পরিবারের যত অর্থসম্পদ রয়েছে সেগুলো তারা জঙ্গিদের পিছনে ব্যয় করছে। এদের উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা, অর্থনীতিকে পঙ্গু করা, উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য বিদেশি বিশেষজ্ঞদের হত্যা করা এবং গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য বিদেশি হত্যা করা।
তিনি আরো বলেন, এ ছাড়া এদের মূল টার্গেট হচ্ছে শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিনিধি ও নেতা হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিকভাবে নিজের যে অবস্থান তৈরি করছেন, এটাই তাদের ঈর্ষার মূল কারণ।
বিএনপি সম্পর্কে মন্ত্রী বলেন, ১৯৯১ থেকে ’৯৬ সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যে গণতান্ত্রিক চরিত্র ছিল। কিন্তু তাদের মধ্যে যখন জামায়াত ঢুকে গেল, তখন তা নষ্ট হয়ে যায়।
আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম ও বাংলাদেশ জমিয়তে ওলামার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান চৌধুরী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন