ঘুমোলেই রাখতে পারবেন রেজলিউশন
কেউ ঠিক করছেন ধূমপান ছাড়বেন৷ কেউবা আবার ভাবছেন ‘আর্লি রাইজার’ হবেন৷ তা নতুন বছরের শুরুতে কত রেজলিউশনই তো নেন কতজনে৷ কিন্তু কটা রেজলিউশনই বা রাখা হয়! পুরনো বছরের রেজলিউশনের দিকে তাকালেও দেখা যাবে, তা শুধু নেওয়াই সারা হয়েছে৷ অনেকের ক্ষেত্রেই তা আর রক্ষা করা হয়নি৷ রেজলিউশন না রাখতে পারার নানা কারণ আছে৷ তবে রাখার সমাধানও আছে হাতের মুঠোয়৷ নতুন বছরে যে রেজলিউশন নিচ্ছেন, তা রাখতে ঘুমই আপনার অস্ত্র৷ মনোবিদদের দাবী এমনটাই৷
হার্টফোডশেয়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড উইসম্যান জানিয়েছেন এই নতুন তথ্য৷সম্প্রতি তিনি এ বিষয়ে এক সমীক্ষা করেন৷ সেখানেই দেখা যায়, যাঁরা পর্যাপ্ত ঘুমোন, তাঁরাই রেজলিউশন রাখতে পারেন৷ অনলাইনে প্রায় ১০০০ জনের মধ্যে এ সমীক্ষা চালিয়েছিলেন অধ্যাপক উইসম্যান৷ দেখা যায়, রেজলিউশন রাখতে পেরেছেন এরকম ৬০ শতাংশ মানুষই পর্যাপ্ত ঘুমোন৷ ঘুম যাঁদের ভালো হয় না, তাঁরাই রেজলিউশন রাখতে পারেন না৷
অধ্যাপক উইসেনের এ সমীক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের অন্য এক গবেষণারও যোগসূত্র পাওয়া যাচ্ছে৷ ‘কগনিটিভ থেরাপি অ্যান্ড জার্নাল’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে জানা গিয়েছিল, যাঁরা দেরী করে ঘুমোতে যান তাঁদের প্রায়শই নানা ‘নেগেটিভ’ চিন্তা পেয়ে বসে৷ তুলনায় যাঁরা ঠিক সময়ে ঘুমোতে যান ও যথেষ্ঠ সময় ঘুমোন তাঁরা ভাবনার দিক থেকে অনেক স্বচ্ছ থাকেন৷ ফলে কাজের প্রতি মনযোগও তাঁদের বেশী৷
এই গবেষণার সঙ্গে মিলিয়ে দেখলেই পর্যাপ্ত ঘুমের আবশ্যকতা স্পষ্ট৷ যথেষ্ঠ ঘুমই কাজ করা ও রেজলিউশন রাখার মতো মানসিকতা জোগান দেয়৷ সুতরাং যে রেজলিউশনই আগামী বছরের জন্য নিন না কেন, ঘুম না হলে কিন্তু সবই বৃথা!
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন