ঘুরে দাঁড়ানোর চেষ্টা আফগানিস্তানের

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছিলেন মোহাম্মদ শেহজাদ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ডানহাতি এই ওপেনারকে অবশ্য শুরুতেই সাজঘরমুখী করেছেন মাশরাফি বিন মুর্তজা। রানের খাতা না খুলেই ফিরে গেছেন শেহজাদ। তবে দ্বিতীয় উইকেটে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়াচ্ছেন আরেক ওপেনার নওরোজ মঙ্গল ও রহমত শাহ। ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর : ৫১/১।
মাশরাফির করা প্রথম ওভার থেকে কোনো রান নিতে পারেননি আফগান ব্যাটসম্যানরা। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আঘাত হেনেছেন মাশরাফি। বোল্ড করেছেন শেহজাদকে। ৩৩ রান নিয়ে ব্যাট করছেন মঙ্গল। রহমত শাহ অপরাজিত আছেন ১৬ রান নিয়ে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভালো নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিমের শতক (১১৮) ও সাব্বিরের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে ২৭৯ রান জমা করেছে বাংলাদেশ। শেষপর্যায়ে মাহমুদউল্লাহর ২২ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসটিও বড় অবদান রেখেছে বাংলাদেশের বড় সংগ্রহের পেছনে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন