সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘুষের দায়ে ঢাকার কর কর্মকর্তার ৫ বছরের জেল

ঘুষের দায়ে ঢাকার অতিরিক্ত সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজী আশিকুর রহমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মুন্সী রফিউল আলম এই আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর শেখ মিজানুর রহমান নামের এক করদাতার আয়কর নথি নিষ্পত্তি করে দেয়ার জন্য ১ লাখ টাকা দাবি করেন ওই কমিশনার। দর কষাকষির পর ৫০ হাজার টাকায় বিষয়টি রফা হয়। কথা অনুযায়ী টাকা দিতে আশিকুর রহমানের অফিসে আসেন ওই করদাতা। এ সময় হাতেনাতে ওই কমিশনারকে আটক করে দুদক।

পরে আটক কমিশনারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. ফজলুল হক পল্টন থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহা কমিশনার আশিকুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

শুনানি শেষে দণ্ডবিধির ১৬১ ধারা মোতাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজী আশিকুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা মোতাবেক তাকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

দুদকের আইনজীবী আসাদুজ্জামান রানা বলেন, দুদকের দুই ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

তবে রায়ে বিচারক বলেছেন, দুই ধারায় শাস্তির প্রেক্ষিতে আসামি আশিকুর রহমানকে মোট ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল