ঘুষ দিতে না পারায় বুটের লাথি খেল নারী আনসার মমতাজ
মাগুরা: জেলার শালিখা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার সদস্য নিয়োগের বিনিময়ে ঘুষ না পেয়ে উপজেলা আনসার কমান্ডার মমতাজ বেগমকে মারধর করেছেন জেলা ভারপ্রাপ্ত কমান্ডার আহসান উল্লাহ। আহত মমতাজকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার এ ঘটনা ঘটে।
আহত মমতাজ খাতুন জানান, ৭ মে শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনে ডিউটির জন্য শনিবার ১ হাজার ৫৫৬ আনসার সদস্যদের বাছাই করা হয়। বাছাইকৃত আনসার সদস্যদের কাছ থেকে জনপ্রতি ২শ টাকা করে আড়াই লাখ টাকা ষুষ আদায় করে দেবার জন্য উপজেলা কমান্ডার মমতাজ খাতুনকে নির্দেশনা দেন জেলার ভারপ্রাপ্ত আনসার কমান্ডার আহসান উল্লাহ। যা আদায়ে ব্যর্থ হন মমতাজ। এ অবস্থায় শনিবার রাত পৌনে ৮টার দিকে আহসান উল্লাহ বুট জুতা দিয়ে মমতাজ খাতুনকে একের পর এক লাথি মেরে মারাত্মক আহত করেন। এ সময় মমতাজ বেগম অজ্ঞান হয়ে পড়েন।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আনসার কমান্ডার আহসান উল্লাহ এ অভিযোগ অস্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন