ঘোষণা হল নয়া পাক সেনাপ্রধানের নাম
পাকিস্তানের নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রাহিল শরিফের মেয়ার শেষ হয়ে যাওয়ায়, এই পদে নিয়ে আসা হল কামার জাভেদ বাজওয়াকে। পাকিস্তানের নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রাহিল শরিফের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, এই পদে নিয়ে আসা হল কামার জাভেদ বাজওয়াকে।চলতি মাসেই শেষ হয়ে যায় রাহিল শরিফের মেয়াদ। ইতোমধ্যেই বিদায়ী সফর শুরু করেছেন তিনি।
গত কয়েক মাস ধরে ভারতের সঙ্গে ক্রমশ সম্পর্ক খারাপ হয়েছে পাকিস্তানের। উরি হামলার পর পাকিস্তানে ঢুকে হামলা চালিয়ে এসেছিল ভারতীয় সেনা। এরপরই চাপ বাড়তে শুরু করে নওয়াজ শরিফ ও তাঁর সরকারের উপর। ঘরের মাটিতে ক্রমশ কোনঠাসা হয়ে পড়েন তিনি। তাঁর হাতেই ছিল সেনাপ্রধান নিয়োগের ভার। তাই নয়া সেনাপ্রধান নিয়ে তৈরি হয়েছিল নান জল্পনা। যেহেতু পাকিস্তানে একাধিকবার সেনাপ্রধানের মেয়াদ বাড়ার নজির রয়েছে, তাই অনেকেই ভেবেছিলেন সেই পথেই হাঁটবেন শরিফ। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের একটা চাপ তো ছিলই। শেষমেস সব জল্পনার অবসান ঘটিয়ে দিনকয়েক আগে বিদায়ী সফর শুরুর কথা ঘোষণা করেন নওয়াজ শরিফ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন