বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘চঞ্চলই সুপারস্টার, শাকিব নন’

২৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ টেকনিশিয়ানদের ১৩টি সংগঠন চিত্রনায়ক শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটির নেতারা অভিযোগ করেন শাকিব চলচ্চিত্র অঙ্গনকে হেঁয় করে সম্প্রতিকালে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন। এজন্য শাকিবকে উকিল নোটিশও পাঠানো হয়। এরই জেরেই গতকাল রবিবার এফডিসিতে এসে শাকিব চলচ্চিত্র পরিচালক সমিতিসহ অন্যান্য সংগঠনের নেতাদের কাছে ক্ষমা চান। তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু এখনও সংগঠনগুলোর নেতারা তাদের অভিমত জানাননি। এর আগে রবিবার বিকালে কথা হয় বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে। সাবেক এই সাংবাদিক শাকিব বিষয়ে অনেক কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন মাহমুদ উল্লাহ।

চলচ্চিত্রের এমন একটি সময়ে শাকিব খানের মতো একজন অভিনেতাকে কি নিষিদ্ধ ঘোষণা করা ঠিক হল?

আমরা নিষিদ্ধ করিনি। আমরা ১৩টি সংগঠনের টেকনিশিয়ানরা সিদ্ধান্ত নিয়েছি শাকিব খানের সঙ্গে কোন কাজ করবো না। বলতে পারেন শাকিব খান যে ছবিতে থাকবে তেমন কোন ছবিতে আমরা কাজ স্থগিত রাখবো। এক কথায় কর্মবিরতি পালন করছি।

বিদেশি বিভিন্ন শিল্পীরা কাজ করে যা এদেশের চলচ্চিত্রের স্বার্থ বিরোধী। বরং তাদেরকেই কি নিষিদ্ধ ঘোষণা করলে দেশের চলচ্চিত্র শিল্পের জন্য ভালো হত না?

আমরা বিদেশি শিল্পীদের দেশের চলচ্চিত্রে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছি। শাকিব খানও তখন আমাদের সঙ্গে আন্দোলন করেছে। আজ সে নিজেই কলকাতার ছবিতে অভিনয় করে। দেশকে তুচ্ছ জ্ঞান করছে। এখন সে বলছে দেশের পরিচালক ক্যামেরাম্যান কেউই কাজ পারেন না। সব কলকাতার লোকই ভালো কাজ জানেন। এই ধরনের কথায় দেশের ভাবমূর্তিও সে নষ্ট করছে। নিজের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন থেকে সরে গিয়ে এখন নিজেই তাদের লোক হয়ে গিয়েছে।

সে কি খুব ভুল বলেছে যে দেশের কাজ অনেক কমে সবাই বেকার হয়ে পড়েছে?

বিভিন্ন সময়ে চলচ্চিত্রের খারাপ সময় একটি যায়। বিগত ১০ বছরে তার কোন ছবি হিট হয়নি। সব ব্যর্থ ছবি সে উপহার দিয়েছে। এর মধ্যে দেশে দুটি ছবিই সুপার হিট হয়েছে মনপুরা ও আয়নাবাজি। তাই যদি বলতে হয় চঞ্চল চৌধুরীই সুপারস্টার শাকিব খান নন।

তার মতো একজন অভিনেতার সঙ্গে এটি কি বিমাতাসূলভ আচরণ নয়?

না। দেখেন, শাকিব খানকে সিনেমায় নেয়া হলে ছবির খরচ বেড়ে যায় কোটি টাকা। সে পাংকু জামাই চলচ্চিত্রর কাজ আটকে রেখে রংবাজ ছবির শুটিং করছে। প্রথমে মিষ্টি কথা বলে ছবির কাজ হাতে নেয়। আর দুদিন শুটিং করেই গড়িমসি শুরু করে দেয়। এখন সে কোন ধরনের চুক্তিতেও সই করে না। সরকারের কর ফাঁকি দেয়। এভাবে পুরাই দুই নাম্বারি কাজ করে সে।কাজের মাঝে চাপ দিয়ে আরো বেশি টাকা আদায় করে। নইলে শিডিউল ঘাপলা করে দেয়। ছবির কাজ ৮০ শতাংশ শেষ কেরে ২০ ভাগ ঝুলিয়ে রাখে।

শাকিব খানের কারণে তো দেশের সিনেমা হিট হয়? এমন শোনা যায়…

দেশে বছরে ৭০টি ছবি তৈরি হলে তার মধ্যে ৪/৫টি তে সে থাকে। এই ৪/৫টির পরিচালকই নাস্তানাবুদ হয় তার কারণে। তারমতো এমন শিল্পীর কারণেই বরং আরো সমস্যায় পড়তে হয় পরিচালকদের। সে না থাকলেই ছবি ভালো হয়। তার ছবি এ পর্যন্ত একজন প্রযোজক টাকা লগ্নি করলে সে আর দ্বিতীয় ছবিতে লগ্নি করতে পারে না। কারণ প্রথম ছবিতেই সে ফ্লপ খেয়ে টাকা উঠাতে পারে না। যদি সে সুপারস্টার হয় তাহলে তার ছবি ফ্লপ কেন? কেন চঞ্চল চৌধুরীর ছবিই সুপার হিট হয়?

এফআই মানিক, সোহানুর রহমান সোহানের মতো পরিচালককে সে বাড়ির নিচে ঘণ্টার পর ঘণ্টা দাড় করিয়ে রেখেছে। বাসার উপরে পর্যন্ত ওঠায়নি। এমনভাবে সে অপমান করেছে এই নামীদামী পরিচালকদের।

নতুন হিরো হিরোইন তৈরির কাজ কতদূর?

নতুন অভিনতো বা পরিচালক তৈরি হবে একটা নেচারাল ওয়েতে। এখন চলচ্চিত্রের খারাপ সময় যাচ্ছে। এ্ররকম থাকবে না। নতুন নায়ক নায়িকা আবার আসবে। আমরা নতুন মুখের সন্ধানে খুব শিগগিরই নামবো।

শাকিবকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী?

তার সঙ্গে আমরা আর কাজ করবো না। একটা কথা বলি। আমি সুপারস্টার এই কথা এতবার এর আগে কেউ কখনো বলেনি। রাজ্জাক সাহেব ফারুক সাহেবও তো সুপারস্টার ছিলেন। কই তারাতো কখনো এরকম করে কিছু বলেননি। নিজের কথা শাকিব নিজে কেন বলবে। তার কারণে লজ্জায় কথা বলতে পারি না। আমাদের চলচ্চিত্রের মানুষ কত অশিক্ষিত। এটা সত্যি অনেক লজ্জাজনক।

আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ। ঢাকাটাইমস

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন