চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়ি ঘেরাও

জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের আকবর শাহ এলাকার দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি দুটি ঘিরে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম পুলিশের ডবল মুরিং জোনের সহকারী কমিশনার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় এখন ব্লক রেইড চলছে। কিছুক্ষণ পর বাড়িটিতে তল্লাশি চালানো হবে। এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে ওই একই থানার কাট্টলি এলাকায় আরও একটি বাড়ি পুলিশ ঘিরে রেখেছে বলে জানা গেছে।
আকবর শাহ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর জানান, বাড়ি দুটির একটি আকবর শাহ সিডিএ আবাসিক এলাকার এক নম্বর সড়কে, অপরটি ইশান মহাজন সড়কে অবস্থিত। বাড়ি দুটিতে অভিযানের জন্য সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ দলসহ পুলিশের দেড়শরও বেশি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন