চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়ি ঘেরাও
জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের আকবর শাহ এলাকার দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি দুটি ঘিরে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম পুলিশের ডবল মুরিং জোনের সহকারী কমিশনার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় এখন ব্লক রেইড চলছে। কিছুক্ষণ পর বাড়িটিতে তল্লাশি চালানো হবে। এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে ওই একই থানার কাট্টলি এলাকায় আরও একটি বাড়ি পুলিশ ঘিরে রেখেছে বলে জানা গেছে।
আকবর শাহ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর জানান, বাড়ি দুটির একটি আকবর শাহ সিডিএ আবাসিক এলাকার এক নম্বর সড়কে, অপরটি ইশান মহাজন সড়কে অবস্থিত। বাড়ি দুটিতে অভিযানের জন্য সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ দলসহ পুলিশের দেড়শরও বেশি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন