চট্টগ্রামে রুটের বল টেম্পারিং নিয়ে বিশ্লেষণ চলছে: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ইংল্যান্ডের বাংলাদেশ সফরে চট্টগ্রামে প্রথম টেস্টে ইংলিশ বোলার জো রুট বল টেম্পারিং করেছিলেন কিনা তা বিশ্লেষণ করা হচ্ছে।
যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন, রুপ বল টেম্পারিং করেছিলেন কিনা তার ফুটেজ বিশ্লেষণ করে দেখছে বিসিবি। প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গত মাসে চট্টগ্রামে ইংল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে মাত্র ২২ রানে হেরে যায় বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৩ রানের। পঞ্চমদিনের সকালে মাত্র ১৯ মিনিটে শেষ হয়ে যায় বাংলাদেশের টেস্ট জয়ের স্বপ্ন।
আরও একটু ভালো করে বললে শেষ তিন বলে। দিনের প্রথম তিন ওভারটা তো বাংলাদেশেরই ছিল। কখনও সাব্বির রহমানের কভার ড্রাইভ আবার ব্রডের ইয়র্কার ঠেকিয়ে তাইজুলের বীরত্ব। ১৮ বলে বাংলাদেশ দ্রুত ১১ রান তুলে ফেলে। এই অল্প সময়েই জো রুট জার্সির হাতা টেনে টেনে বলটা বার বার ঘোষতে থাকেন। আর সেই ভিডিও ফুটেজটাই বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
এখন দেখার বিষয় ক্রিকেট মোড়ল ইংল্যান্ডের এই বোলারের অপরাধ প্রমাণিত হলে আইসিসি কি পদক্ষেপ গ্রহণ করে। সূত্র: যুগান্তর
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন