চট্টগ্রামে শিশির প্রতিষেধক স্প্রে!
প্রথম পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ থেকে বন্দরনগরী চট্টগ্রামে আবারো শুরু হচ্ছে বিপিএল উন্মাদনা। ঢাকা পর্বে শিশিরের তিক্ততার কথা ভেবে সপ্তাহের ৬ দিন দিনের প্রথম খেলা দুপুর ২টার পরিবর্তে শুরু হবে দুপুর ১ টায়। আর শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটার পরিবর্তে দুপুর দেড়টায়। সন্ধ্যার প্রথম ম্যাচটি সপ্তাহের ৬দিন অনুষ্ঠিত হবে ৭টার পরিবর্তে পৌনে ৬টায়। আর শুক্রবারের সন্ধ্যারর ম্যাচটি সোয়া ৭টার পরিবর্তে শুরু হবে সোয়া ৬টায়।
ঢাকায় শিশির ভুগিয়েছে সব দলের স্পিনারদের। সন্ধ্যার পর শিশিরে মাঠ ভিজে একাকার হয়ে যাওয়ার কারণে স্পিনাররা বল গ্রিপ করতে পারেনি, উইকেটের ওপর বল পড়ে স্লথ হয়ে গেছে। ব্যাটসম্যানের ব্যাটে ঠিকভাবে বল আসেনি। যে কারণে তাদের ব্যাটের দৃষ্টিনন্দন শট দেখা থেকে বঞ্চিত হয়েছে দর্শকরা।
এদিকে চট্টগ্রামেও সন্ধার পর শিশিরে মাঠ ভিজে চপচপ করে। সাগরিকার পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু জানায়, বুধবার ছাড়া গত এক সপ্তাহ ব্যাপক শিশির পড়েছে চট্টগ্রামে।
বাবু আরও বলে, শিশিরের উপর তো কারো হাত নেই। এটা প্রকৃতির নিয়মেই হয়, বন্ধ করার কোন উপায় নেই। তবে তার কাছে এন্টি ডিউ লিকুইড স্প্রে আছে, যেটা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আইসিসির গ্রাউন্ডস কমিটি তাকে দিয়েছিল। এই `এটিএসএ` সন্ধার পরই মাঠে স্প্রে করে দেওয়া হবে।
`এটিএসএ` এটার বিশেষত্ব কি, এমন প্রশ্নের জবাবে বাবু বলেন, এ স্প্রে ব্যবহার করার ফলে ঘাসের উপরের স্তর পিচ্ছিল হয়ে যাবে। ফলে আর পানি জমতে পারবে না। পানি ঘাস থেকে দ্রুত মাটিতে গিয়ে পড়বে, তাতে মাঠ তুলনামূলক কম ভেজা মনে হবে।
উল্লেখ্য, ঢাকায় রাত আটটার দিকে শিশির পড়লেও চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম সমদ্রের নিকটবর্তী হওয়ায় সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৬ টার মধ্যে শিশির পড়তে শুরু করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন