চট্টগ্রামে ৪ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন— এনটিভি ও যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধক দত্ত, ভূমিহীন নেতা আলী নুর খান বাবুল প্রমূখ।
বক্তারা বলেন, ‘সরকারের উদাসীনতায় একের পর এক সাংবাদিকদের ওপর হামলা মামলা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’
উল্লেখ্য, গত ১০ এপ্রিল চট্রগামে বহদ্দরহাটের চান্দগাঁও এলাকায় সংবাদ সংগ্রহে যান দীপ্ত টিভির সাংবাদিক আনিসুর রহমান, ক্যামেরা পারসন মাসুদ দেওয়ানসহ চার সাংবাদিক। এ সময় তাদের মারধর করে সন্ত্রাসীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন