চট্টগ্রাম পর্ব শেষে পরবর্তী পর্বের সময়সূচি

গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের চট্টগ্রাম পর্ব। টুর্নামেন্টের মোট ৪৬টি ম্যাচের মধ্যে ৩৪টি ম্যাচ শেষ। আর বাকি ১২টি ম্যাচ। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। আগামী ২ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আসরের শেষ পর্ব।
চট্টগ্রাম পর্ব শেষে দুইটি দলের প্লে-অফ পর্ব নিশ্চিত হয়েছে। দল দুইটি হলো খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে চিটাগং ভাইকিংসের। প্লে-অফ পর্বে আর দুইটি স্থানের জন্য লড়াই হবে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের মধ্যে।
গত ৪ নভেম্বর সিলেটে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সিলেটে অনুষ্ঠিত হয় মোট আটটি ম্যাচ। এরপর বিপিএল ফিরে ঢাকায়। ঢাকা প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ১৬টি ম্যাচ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হয় দশটি ম্যাচ।
বিপিএলের শেষ পর্বের সময়সূচি
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন