চতুর্থ শ্রেণির ছাত্রীকে চুরির অপবাদে পিটিয়ে হত্যা!
ফারুমা আক্তার (১০) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দরীদ্র দিনমজুর সাহাব উদ্দিনের কন্যা ও চরকাঁকড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, ‘প্রতিবেশীর স্ত্রী টাকা চুরির মিথ্যে অপবাদ দিয়ে শিশুটিকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেবার জন্য ঝুলিয়ে রেখেছে।’
বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ চরকাঁকড়া ৪নং ওয়ার্ডের নাডাগোবাড়ী থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
দরীদ্র দিনমজুরের কন্যা ফারুমার ইচ্ছে ছিলো লেখাপড়া করে গরীব বাবার দুঃখ ঘোচাবে, এমন কথাই নাকি বাসায় সবাইকে বলতো সারাক্ষন। কে জানতো, স্কুল থেকে পরীক্ষা দিয়ে বের হতেই তার সব স্বপ্ন পায়ে দলিয়ে তাকে মৃত্যু দিতে বাইরে অপেক্ষা করছে এক নারী নামের কলংকিত হত্যাকারী!
শিশুটির বাবা দিনমজুর সাহাব উদ্দিন বুকফাটা কান্নায় চিৎকার করে আমাদের কণ্ঠস্বর প্রতিনিধিকে জানান, বুধবার সকালের দিকে স্কুলে বিজ্ঞান পরীক্ষা দিতে স্কুলে যায় তার মেয়ে । পরে তাদের পাশের বাড়ির মোস্তফার স্ত্রী মুন্নি বেগম তার টাকা চুরি হয়েছে এমন অভিযোগ করে স্কুলে গিয়ে ফারুমাকে জিজ্ঞাসাবাদ করে। সেসময় শিক্ষকদের বাঁধার মুখে কিছু না করতে পেরে পরীক্ষা শেষে ফারুমা বের হলে প্রতিবেশি মুন্নি স্কুলের মাঠেই ফারুমাকে ধরে ব্যাপক মারধর করে ও তাকে বাড়িতে নিয়ে আসে। এ সময় ফারুমার মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় ফারুমার বাবা বাড়িতে এসে ঘরের দরজা খুলে ভেতরে ফারুমাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় ফারুমার মৃতদেহ উদ্ধার করে।
নিহতের বড়বোন অভিযোগ করে জানান, টাকার চুরির মিথ্যা অভিযোগ এনে তাদের বাড়ির ভাবি মুন্নি বেগম ফারুমাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর জন্য ঝুলিয়ে রেখেছে। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন আমাদের কণ্ঠস্বরকে জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফারুমা মৃত্যুর বিষয়ে দুই ধরনের তথ্য পেয়েছেন। কেউ কেউ এ ঘটনাকে হত্যা আবার কেউ আত্মহত্যা বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন