চমকে দেওয়ার মতো কাজ করে দেখালেন স্টার জলসার সেই পুঁচকে ‘রাখি’!
গেল কয়েক মাস আগে ‘রাখিবন্ধন’-এর সম্প্রচার যখন শুরু হয়, তখন থেকেই সবার নজর ছিল ওই গোলগাল, দুষ্টু-দুষ্টু চোখের পুঁচকের দিকে। তবে শুধু পুঁচকে বললে সে রেগে যেতেই পারে। কারণ বয়সে আর উচ্চতায় এত্তটুকুন হলে কী হবে, প্রকৃত পক্ষে সে কলকাতার টেলিভিশন চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় খুদে টেলি-তারকাদের মধ্যে একজন। সেই খুদে ‘রাখি’ কিন্তু মাল্টি-ট্যালেন্টেড।
ক্যামেরার সামনে সে যতটা সপ্রতিভ, ঠিক ততটাই স্মার্ট সে বাস্তব জীবনে। সম্প্রতি তার একটা মজার দৃষ্টান্ত পাওয়া গেল। অভিনেতা আনন্দ চৌধুরী অতি সম্প্রতি যুক্ত হয়েছেন ‘রাখিবন্ধন’ ধারাবাহিকের সঙ্গে। রাখি ও বন্ধন-এর জেঠিমার বোনের মেয়ে, ‘ভেলকি’-র বর হিসেবেই তিনি এন্ট্রি নিয়েছেন ধারাবাহিকে।
গতকাল আনন্দ তার ফেসবুকে প্রোফাইলে রাখির সঙ্গে তাঁর একটি সেলফি পোস্ট করেন। সেখানে লেখা ছিল যে এই ছবিটি নাকি রাখির তোলা এবং তারই এডিট করা।
আনন্দ বললেন, ‘‘আমি মেকআপ রুমে বসে ছিলাম। হঠাৎই ও এসে বলল যে সেলফি তুলব। আমি বললাম ঠিক আছে তোল। শি ইজ আ ভেরি নাইস গার্ল। আমার ফোনটা চাইল, ক্যামেরা অন করে সেলফি তুলল, তার পরে দেখছি যে ও ফোনটা ফেরতই দিচ্ছে না। আমি তখন লক্ষ্য করলাম যে ও অ্যাপস খুঁজছে। ও নিজে নিজেই ইনস্টাগ্রাম ওপেন করে, গ্যালারিতে গিয়ে ছবিতে ফিল্টার দিল, তার পর আবার এডিট অপশনে গিয়ে ব্রাইটনেস-কনট্রাস্ট অ্যাডজাস্ট করল, তার পরে আমাকে ডেকে বলল যে দেখো, এবার ঠিক আছে।’’
কৃত্তিকা এখন কেজিতে পড়ে অর্থাৎ বয়স খুব বেশি হলে পাঁচ বছর। ইদানীং এই বয়স থেকেই বাড়ির বড়দের ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে ছোটরা কিন্তু এখানে শুধু ছবি তোলা তো নয়, একদম অচেনা একটি ফোনে নির্দিষ্ট অ্যাপ খুঁজে তাকে এডিট করা এবং সেটা ইনস্টাগ্রামে শেয়ার করা, দুটোই বেশ চমকে দেওয়ার মতো।
অভিনেতা আনন্দ চৌধুরী গোটা বিষয়টায় খুব মজা পেয়েছেন এবং ফেসবুকে ছবিটি শেয়ার করার পরে বাকি টেলি-তারকারাও উচ্ছ্বসিত রাখির প্রশংসায়। ছোট্ট কৃত্তিকা এখনই এত স্মার্ট, বড় হয়ে না জানি কী হবে!
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন