চমক দেখিয়ে আইসিসিতে নতুন উচ্চতায় মুস্তাফিজ

আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এলেন বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। আইসিসির ওয়েবসাইটে গতকাল নতুন প্রকাশিত র?র্যাঙ্কিংয়ে মোস্তাফিজের এ অবস্থান নিশ্চিত করা হয়। চমক দেখিয়ে আইসিসিতে নতুন উচ্চতায় মোস্তাফিজ
শীর্ষ ১০ জনের মধ্যে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন দশম স্থানে। এর বাইরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবস্থান ১৫তম। অভিষেকে পাঁচ উইকেট নেয়া মোস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন ১৭ ম্যাচ। নিয়েছেন ৪২ উইকেট। ভারতের বিপক্ষে ২০১৫ সালে বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে খেলেন তিনি। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট তুলে নেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
শুরুটা ভালো হলেও গেল বছরে কাউন্টি খেলতে গিয়ে কাঁধের আঘাতে খানিকটা পিছিয়ে পড়েন তিনি। এরপর ফেরাটা খুব ভালো হয়নি। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজে নিজেকে প্রায় হারিয়েই ফেলেছিলেন। মানসিকভাবে আত্মবিশ্বাস না পাওয়ায় ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। অবশ্য ফিরতে খুব বেশি সময় নেননি। শ্রীলঙ্কার বিপক্ষেই ঘুরে দাঁড়ান। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুণভাবে ফিরে আসেন মোস্তাফিজ। আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচে পেয়েছেন ৪টি উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন