‘চলচ্চিত্রে কোনো রাজনীতি নেই’ ডিপজলের ছবির মহরতে আ. লীগের দুই সাংসদ
নতুন বছরে দুই ছবির প্রযোজনা ও অভিনয় দিয়ে চলচ্চিত্রজগতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ৩১ ডিসেম্বর ছবি দুটির মহরত অনুষ্ঠিত হয়। ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’ ছবি দুটি পরিচালনা করছেন যথাক্রমে ছটকু আহমেদ ও ডিপজলকন্যা ওলিজা মনোয়ার। মহরতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দুই সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহ ও আসলামুল হক।
মহরত অনুষ্ঠানে সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহ বলেন, ‘আমি যখন কোনো সিনেমা হলের সামনে দিয়ে যাই তখন দেখি তেমন দর্শক নেই। অথচ ডিপজল যখন ছবিতে কাজ করতেন, তখন তাঁর নাম শুনেই দর্শক হলে যেত। এখন তিনি আবারও ছবিতে কাজ শুরু করছেন। আমরা আশা করি আবারও চলচ্চিত্রের নতুন দিন শুরু হবে। অনেক দিন ধরেই তিনি নতুন ছবি করছেন না। কিন্তু পুরোনো ছবিগুলো বিভিন্ন সিনেমা হলে চলছে এবং এখনকার নতুন ছবির চেয়েও ভালো চলছে। একসঙ্গে দুটি ছবি শুরু করছেন। আরো বেশ কয়েকটি ছবি শুরু করবেন। আমি আশা করি আবারও ভালো কিছু হবে।’
সাংসদ ইলিয়াস মোল্লাহ আরো বলেন ‘আমরা রাজনীতি করি দেশ নিয়ে। আমার কাছে মনে হয় আমাদের এই রাজনীতির চেয়েও অনেক খারাপ রাজনীতি হচ্ছে চলচ্চিত্রে। এখন যেহেতু চলচ্চিত্রের অবস্থা খারাপ, তাই রাজনীতি বাদ দিয়ে আমার মনে হয় সবাই এক হয়ে কাজ করলে চলচ্চিত্রের দিন ভালো হবে।’
সংসদ সদস্য ইলিয়াস মোল্লাহর কথা প্রসঙ্গে অভিনেতা মিজু আহম্মেদ বলেন, ‘চলচ্চিত্রে কোনো রাজনীতি নেই। কেউ যদি ভালো চলচ্চিত্র নির্মাণ করেন, তা হলে দর্শক আগ্রহ নিয়ে ছবি দেখবে। আমরা ভালো ছবি উপহার দিতে পারছি না, তাই দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। ডিপজল সব সময় ভালো ছবি করেছেন দর্শক বিষয়টা বিশ্বাস করেন। আমি মনে করি সব দর্শক আবারও হলে ফিরবেন।’
গত বছর ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ ছবিটি সর্বশেষ মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন