শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চলছে ঈদের ছবির প্রস্তুতি

ঈদ কেন্দ্র করে দেশের প্রতিটি সেক্টরেই আয়োজনের ভিন্নতা লক্ষ্য করা যায়। ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে সংস্কৃতি অঙ্গনের মানুষরা ব্যাপক আয়োজন নিয়ে হাজির হন। এক্ষেত্রে পিছিয়ে থাকে না বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনও। প্রতি ঈদে রেকর্ড সংখ্যক নতুন ছবি মুক্তি দেন পরিচালক-প্রযোজকরা। আসছে ঈদুল ফিতরে মুক্তি প্রতিক্ষীত ছবিগুলো নিয়ে আজকের আয়োজন।

শাকিব-শ্রাবন্তীর শিকারি

যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে এতদিন গলা ফাটিয়ে এলেও অবশেষে দেশীয় প্রযোজক-পরিচালকদের সিডিউল ফাঁসিয়ে শিকারি ছবিতে টানা অভিনয় করেছেন শাকিব খান। যদিও শিডিউল ফাঁসানোটা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ। সাহস করে কোনো নির্মাতা বলতে পারেননি। আর শাকিবও এ ব্যাপারে মুখ খোলেননি। শুধু বলেছেন, নিয়মমাফিক তিনি সবকিছু করেছেন। তবে শিডিউল ফাঁসিয়ে হোক বা নিয়মতান্ত্রিকভাবে হোক, শিকারীর টানা কাজ করার উদ্দেশ্য একটাই, আগামী ঈদে ছবিটি মুক্তির জন্য তৈরি করা। তামিল ছবির অনুকরণে শিকারির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও পশ্চিমবঙ্গের পেলে ব্যানার্জি। পরিচালনা করেছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও কলকাতার জয়দেব। নিজের নীতিকে জলাঞ্জলি দিয়ে যৌথ প্রযোজনার নৌকায় শাকিব খানের পা দেয়ার শুরু থেকেই ছবিটি নিয়ে আলোচনার মাঠ গরম ছিল। ইতোমধ্যে প্রায় আশি ভাগ কাজ শেষ হয়েছে ছবির। এটি আগামী ঈদে মুক্তি পাওয়ার বিষয়টি প্রায় চূড়ান্তই হয়ে গেছে। এমনিতেই বাংলাদেশে কলকাতার নায়িকা শ্রাবন্তীর অনেক ভক্ত রয়েছে। পাশাপাশি শাকিব খানের সহযোগিতায় ঈদের ছবির তালিকায় এক নাম্বালে থাকতে পারে এ ছবিটি- এমনও বলছেন কেউ কেউ।

জিৎ-ফারিয়ার বাদশা

এটিও যৌথভাবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিতব্য যৌথ প্রযোজনার ছবি। এতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের নায়ক জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ ওপার বাংলার সফল নায়ক হলেও নুসরাত ফারিয়া জাজের ব্যর্থ নায়িকা হিসেবে এতদিন পরিচিতি পেয়েছে। এ নায়িকা অভিনীত প্রথম ছবি ‘আশিকী’ সফলতার মুখ দেখেনি। এরপর ‘হিরো-৪২০’। এটার অবস্থাও তথৈবচ। দুটি ছবিই ছিল যৌথ প্রযোজনার ছবি। ‘বাদশা’ ছবিটি তামিলের নির্মিত একটি ছবির অনুকরণে বানানো হচ্ছে। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক বাবা যাদব। শুরু থেকেই ছবির নায়িকা নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়েছিল জাজ। কারণ প্রথমে জলিকে নির্বাচন করলেও পরবর্তীতে নুসরাত ফারিয়াকে নেয়া হয়। এটিও যে আগামী ঈদে মুক্তি দেয়া হবে সে বিষয়েও প্রায় চূড়ান্ত খবর জানিয়ে দেয়া হয়েছে। একই উৎসবকে কেন্দ্র করে শাকিব খানের শিকারির পাশাপাশি জিতের বাদশা মুক্তি দিয়ে ব্যবসায়িকভাবে কতটা মুনাফা তুলতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এছাড়াও বেশকিছু কারণে যৌথ প্রযোজনার ছবিকে দেশীয় দর্শকরা এড়িয়ে চলছেন বলেও জানা গেছে। তবে কলকাতায় ছবিটি ব্যবসা করতে পারেন বলে জানিয়েছেন অনেকেই। কারণ ঈদে কলকাতায় এককভাবে রাজত্ব করবে ছবিটি।

বাপ্পী-আঁচলের সুলতানা বিবিয়ানা

গত বছরের প্রথম থেকেই শুরু হয়েছে বাপ্পি সাহা ও আঁচলকে নিয়ে ছবির শুটিং। প্রথমবারের মতো ছবিটি বানাচ্ছেন হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজক আরশাদ আদনান। ছবির পুরো শুটিং শেষ। এখন আগামী ঈদে মুক্তির জন্য এডিটিং, ডাবিংয়ের কাজ চলছে। এরপর সেন্সর ছাড়পত্র পেলেই ঈদে প্রেক্ষাগৃহে উঠতে পারে ছবিটি। তবে এখনও ছবি মুক্তির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসেনি। যদি আসে তাহলে সুলতানা বিবিয়ানাকে জিৎ আর শাকিবের সঙ্গে লড়াই করে মুনাফা তুলে নেয়ার ট্রাকে দৌড়াতে হবে। এ ছবিটি নিয়ে নতুন কিছু সমীকরণও রয়েছে। প্রথমত এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় আঁচলের আগমন ঘটছে। মাঝে কিছুদিন ব্যক্তিগত কারণে বিরতিতে ছিলেন। তখন অবশ্য তাকে নিয়ে কম গুঞ্জনও রটেনি। অনেকে বলেছেন কাজের অভাবে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। সেসব গুঞ্জনকে মোটেও পাত্তা দেননি আঁচল। ফিরে এসেছেন সগৌরবে। অন্যদিকে বাপ্পি সাহার জন্য এটাই প্রথম ঈদ। এর আগে রোজার ঈদে কখনোই তার ছবি মুক্তি পায়নি। তাই এ ছবিটি যদি ঈদে মুক্তি পায় তাহলে বাপ্পি এবং আঁচলের ভক্তদের জন্য হবে সোনায় সোহাগা। পাশাপাশি শাকিব ও জিতের জন্য কিছুটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে। তবে সবকিছু নির্ভর করছে ঈদে ছবিটি মুক্তি দেয়া হবে কী না সেটা ঘোষণার উপর।

অপু-শাকিবের রাজনীতি

আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলনকে নিয়ে নবাগত পরিচালক বুলবুল বিশ্বাসের নতুন ছবি ‘রাজনীতি’। এ ছবিটি নিয়ে শুরু থেকেই রাজনীতি ছিল। নায়িকা নির্বাচন নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। ছবিটি নিয়ে শুরু থেকেই আলোচনায় ছিল শাকিব খান। কারণ মডেলকন্যা পিয়া বিপাশার অভিনয়ের কথা ছিল এ ছবিতে; কিন্তু শাকিবের বিরুদ্ধে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ তুলে রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই অপুকে নিয়ে শুরু হয় রাজনীতির যাত্রা। আপাতত দুটি গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং হলেই ছবির পুরো কাজ শেষ হবে। এরপরই নাকি ছবিটি ঈদের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন বুলবুল বিশ্বাস। তবে রাজনীতি আদৌ রোজার ঈদে আসতে পারবে কি-না সে সম্পর্কে ধোঁয়াশাতেই রাখা হচ্ছে। পাশাপাশি শাকিব ও অপুর অভিমান পর্ব চলার কারণেও ছবির ওপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই। এর বাইরেও রাজনীতি এফডিসিপাড়ার নোংরা রাজনীতি আর সিন্ডিকেটধারীদের খপ্পরে পড়ে নাও আসতে পারে ঈদে। ছবির নায়ক স্বয়ং শাকিব খানও চাচ্ছেন না শিকারির বাইরে তার কোনো ছবি ঈদে মুক্তি পাক। তাই ছবি মুক্তি নিয়েও উঠছে রাজনীতি। তবুও পরিচালক আশার হাল ছাড়তে রাজি নন। শেষ চেষ্টা চালাতে দোষ কী!

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন