চলছে তুলুম সংঘর্ষ, নিহত ১৩
ডেমক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর কানানগা শহরে দুই দিনের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সাথে মিলিশিয়া যোদ্ধাদের সংঘর্ষে নিহতের এই ঘটনা ঘটে। রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় রেডিও ওকাপি জানায়, নিহতদের আটজন মিলিশিয়া সদস্য। তারা নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হন। বাকি চারজনের মধ্যে তিন স্কুলশিক্ষার্থী ছিল রয়েছে। সংঘর্ষ চলাকালে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। একজনের পরিচয় জানা যায়নি।
গত অগাস্টে মিলিশিয়দের প্রধান নেতা কামইনা নাসাপু সামরিক বাহিনীর হাতে নিহত হওয়ার পর বৃহস্পতিবার তারা প্রথম কানানগা শহরে প্রবেশ করে। পরে তারা শুক্রবার শহরটির বিমানবন্দরে হামলা চালিয়ে একজন বিমানকর্মীকে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে কয়েক বছর ধরেই অস্থিরতা বিরাজ করছে।
দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে রাজধানী কিনসাসায় চলতি সপ্তার প্রথমদিকে বিক্ষোভ-সহিংসতায় অন্ততপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
রেডিও ওকাপি জানিয়েছে, যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইয়ে লিপ্ত হয় এবং মার খেয়ে পিছু হঠতে বাধ্য হয়।
পুনরায় তারা শুক্রবার ফিরে এসে বিমানবন্দরটিতে হামলা চালায়।
বিমানবন্দরে নিহত ফ্ল্যাইট অ্যাটেন্ডেন্টের লাশ দেখতে পেয়েছেন এমন একজন প্রত্যক্ষদর্শী কিলি ইলুনগা বলেন, “তারা হালকা ও ভারী অস্ত্র দিয়ে প্রবল লড়াই করছিলেন।
অপর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বেশ কয়েকজন বিদ্রোহী-যোদ্ধার লাশ বিমানবন্দরে পড়ে থাকতে দেখেছেন।
সরকারি মুখপাত্র ল্যাম্বার্ট মেনদে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন