চলছে ভারত- বাংলাদেশের মুখোমুখি লড়াই

আইসিসি বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের লড়াই। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু।
সুপার সিক্সে নিজ নিজ প্রথম ম্যাচে সহজ জয় দিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ ও ভারত। বাছাই পর্বে গ্রুপ পর্যায়ে ৪টি ম্যাচ খেলে বাংলাদেশ।
২টিতে হার ও ২টিতে জয় পায় তারা। ফলে ‘বি’ গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠে রুমানার দল।
সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাটসম্যান ও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৭ উইকেটের সহজ জয় পায় জাহানারা-পান্নারা। এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার ব্যাপার আশাবাদী বাংলাদেশ।
অন্যদিকে ‘এ’ গ্রুপে ৪ ম্যাচের সবকটি’তে জিতে সুপার সিক্স নিশ্চিত করে ভারত। সেখানে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে দারুণ শুরু করে টিম ইন্ডিয়া। জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষে অব্যাহত রাখতে মরিয়া ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন