চলতি বছর রমজান ও হজের মাস হবে ২৯ দিনের

আগামী ২৭ মে শনিবার সন্ধ্যায় চলতি বছর সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী পরদিন ২৮ মে থেকে পবিত্র রমজান শুরু হবে সৌদি আরবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন অর্থাৎ ২৯ মে থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।
সৌদি আরবের সিনিয়র স্কলার পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানি-এর বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-মদিনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯ দিনে।
আল-মানি বলেছেন, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর রমজানের আগের মাস শাবান ৩০ দিনের। রমজান মাস শেষ হবে আগামী ২৪ জুন; ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে পরদিন অর্থাৎ ২৫ জুন।
সৌদি এই স্কলারের বিবৃতিতে জোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। এ হিসাব অনুযায়ী মক্কায় রমজানের শুরু এবং শেষের তারিখ উল্লেখ করা হয়।
আল-মানি বলেছেন, চলতি বছর হজের মাসও হবে ২৯ দিনের এবং এই মাস শুরু হবে ২৩ আগস্ট বৃহস্পতিবার। এ অনুযায়ী হাজিদের আরাফাত দিবস পালন করা হবে ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন