চলন্ত গাড়ীতে দুই মহিলার চুম্বন!, তারপর যা ঘটলো…
চলন্ত গাড়িতে সওয়ারি এবং চালকদের আচার-আচরণ যাতে ঠিকঠাক থাকে তার জন্য নানা বিধিনিষেধ দেওয়া আছে। কিন্তু, কার্যক্ষেত্রে যে সেসব বিধিনিষেধের কোনও তোয়াক্কাই যে করা হয় না তা এই ঘটনা প্রমাণ করে দিল।
গত রোবিবার সন্ধ্যায় ভারতের বেঙ্গালুরুতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওলা ক্যাবের চালক বছর ৩৫-এর শেখর রামচন্দ্রা। আচমকাই পিছন থেকে জোরে ধাক্কার আওয়াজ। গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে নেমে ধাক্কার কারণ দেখতে ছোটেন শেখর।
কিন্তু, তার চোখ কপালে ওঠার যোগাড়। একটি হন্ডাসিটি জোরসে ধাক্কা মেরে তার গাড়ির পিছনটা এক্কেবারে তুবড়ে দিয়েছে। আর গাড়ির সামনের সিটে বসে থাকা দুই মহিলা একে অপরকে সমানে চুম্বন করে চলেছেন।
দুই মহিলার মধ্যে একজন আবার স্টিয়ারিং-এ বসে। বোঝাই যাচ্ছিল তিনি গাড়ি চালাচ্ছিলেন। শেখরকে দেখেও দুই মহিলার চুম্বন থামার কোনও লক্ষণ ছিল না বলে অভিযোগ। ইতিমধ্যে, আরও এক ভদ্রলোক ছুটে এসেছেন সেখানে। শেখরকে জানান, তাঁর নাম ফারহান আহমেদ এবং হন্ডা সিটির এই মহিলা চালক তাঁর স্কুটারেও ধাক্কা মেরেছেন।
শেখর, স্টিয়ারিং-এ বসে থাকা মহিলাকে নেমে আসতে বলেন, এবং ক্ষতিপূরণ দিতে বলেন। অভিযোগ মহিলা নেমে এসে উল্টে শেখরদের সঙ্গে তর্ক জুড়ে দেন এবং কিছু পরে দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যান।
শেখর ও ফারহান ওই দুই মহিলার হন্ডা সিটির পিছু নেন। কিছুদূর গিয়ে তাঁরা গাড়িটিকে আটকাতে সমর্থও হন। এর পরই, শেখর পুলিশকে ফোন করেন।
দুই মহিলাকেই আটক করেছে পুলিশ। তাদের অ্যালকোহল টেস্টও করা হয় কিন্তু তার ফল নেগেটিভ এসেছে। তিনটি গাড়িই আটক করা হয়েছে। হন্ডা সিটির মহিলাদের দাবি, শেখর ও ফারহানের গাড়ি ট্র্যাফিক-নিয়ম ভেঙে তাঁদের গাড়ির একদম সামনে চলে এসেছিল।
হন্ডা সিটির চালক মহিলার দাবি, তার সঙ্গী মহিলার চোখে কিছু পড়েছিল, তিনি সেটা দেখার জন্য তাঁর দিকে ঝুঁকেছিলেন, চুম্বনের কোনও প্রশ্নই নেই। জানা গিয়েছে, হন্ডা সিটির চালক মহিলার বয়স ৩০ বছর এবং তিনি এক বেসরকারি সংস্থার কর্মী। ঘটনার তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন