চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, তেজগাঁও থেকে ফিরে গেল এগার সিন্ধুর

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ট্রেনটি ফিরিয়ে নেওয়া হয়েছে কমলাপুর স্টেশনে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল।
ঢাকা টাইমসকে স্টেশন মাস্টার বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে এগার সিন্ধুর গোধুলী ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। পথে তেজগাঁও এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিলো এবং বিচ্ছিন্নভাবে আগুনও দেখা যায়। তাৎক্ষণিক আগুন নিভে গেলেও চালক নিরাপত্তার স্বার্থে ট্রেনটি কমলাপুর স্টেশনে ফিরিয়ে নেন।
এ প্রতিবেদন লেখার সময় ট্রেনটি কমলাপুরের ৭ নম্বর প্লাটফর্মে ছিল বলে জানান স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি জানান, ঝুঁকি এড়াতে ট্রেনে আরেকটি ইঞ্জিন লাগানো হচ্ছে। এরপর ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন